সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই রোনাল্ডোর জন্মদিন। পা দেবেন ৪০ বছরে। কিন্তু কে বলবে ৪০-এ পা দিতে চলেছেন তিনি? এখনও জোড়া গোল করে দলকে জেতাচ্ছেন। আর সেই সঙ্গে ক্লাব কেরিয়ারে রেকর্ড ৭০০ তম জয়ও হয়ে গেল তাঁর। গোলের পর মাতলেন নয়া সেলিব্রেশনে। জানিয়ে দিলেন, ফুটবলের ইতিহাসে তিনিই সেরা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসরের ম্যাচ ছিল আল ওয়াসলের সঙ্গে। সেখানে প্রতিপক্ষকে চুরমার করলেন ৪-০ গোলে। জোড়া গোল সিআর৭-র। প্রথম গোলটি ৪৪ মিনিটে পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি এল ৭৮ মিনিটে হেডে। এই নিয়ে ক্লাব ফুটবলে রেকর্ড ৭০০টি জয় হয়ে গেল রোনাল্ডোর। ১৩টি এসেছিল স্পোর্টিং লিসবনে, দুদফায় ম্যঞ্চেস্টার ইউনাইটেডে ২১৪টি, রিয়াল মাদ্রিদে ৩১৫টি, জুভেন্টাসে ৯২টি ও আল নাসরের হয়ে ৬৬টি ম্যাচ জিতলেন রোনাল্ডো। সেখানে মেসি জিতেছেন ৬১৩টি ম্যাচ।
অন্যদিকে জোড়া গোলে রোনাল্ডোর মোট গোল সংখ্যা হল ৯২৩টি। আর গোলের পর বিমান ওঠার মতো হাত উঠিয়ে অভিনব সেলিব্রেশনও করলেন তিনি। বিশেষ কোনও বার্তা দিলেন কি? তবে স্পষ্ট বার্তা পর্তুগিজ মহাতারকা দিয়েই দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমিই সর্বকালের সেরা প্লেয়ার। এটা আমি বিশ্বাস করি। আমি হেড দিয়ে, দুই পা দিয়েই গোল করতে পারি। এখনও শক্তিশালী, গতিশীল। আমার থেকে পরিপূর্ণ প্লেয়ার আর কেউ আসেনি।"
সেই সঙ্গে তাঁর বক্তব্য, "যদি ১০০০ গোল করতে পারি, তাহলে ভালো। আমি এটা নিয়ে এত ভাবি না। আর যদি সেটা করতে পারি, তাহলে বলব, সংখ্যা মিথ্যা কথা বলে না। কেউ পেলে, মারাদোনা, মেসিকে সর্বকালের সেরা ভাবতেই পারেন। কিন্তু আমিই সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।" সেই সঙ্গে তাঁর খোঁচা, "আমি কয়েকজন খুব খারাপ কোচের অধীনে খেলেছি। তাঁদের কয়েকজন ফুটবলের কিছুই বোঝেন না।" খোঁচাটি কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ এরিক টেন হ্যাগকে উদ্দেশ্য করে?
