shono
Advertisement
Cristiano Ronaldo

ইসলাম ধর্ম গ্রহণ করছেন রোনাল্ডো? প্রাক্তন সতীর্থের দাবিতে চাঞ্চল্য

আল-নাসেরে খেলার দরুন প্রায় দুবছর হয়ে গেল সপরিবারের সৌদিতে বেশিরভাগ সময় কাটাচ্ছেন রোনাল্ডো।
Published By: Subhajit MandalPosted: 10:46 AM Dec 07, 2024Updated: 10:46 AM Dec 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী! চাঞ্চল্যকর দাবি আল-নাসেরে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লার। তিনি বলছেন, সিআর সেভেন ইসলামে আকৃষ্ট হয়েছেন। এবং ওই ধর্ম গ্রহণ করতে চান। যদিও রোনাল্ডোর তরফে এ নিয়ে পাকাপাকিভাবে কিছু জানা যায়নি।

Advertisement

আল-নাসেরে খেলার দরুন প্রায় দুবছর হয়ে গেল সপরিবারের সৌদিতে বেশিরভাগ সময় কাটাচ্ছেন রোনাল্ডো। সে দেশে থাকতে থাকতে নাকি ইসলাম ধর্মের রীতিনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন তিনি! এমনটাই দাবি করেছেন আল-নাসেরের প্রাক্তন গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লা। তিনি নাকি রোনাল্ডোকে মাঠে 'সাজদা' করতেও দেখেছেন। এমনকী অন্য সতীর্থদেরও প্রার্থনা করতে উৎসাহ দেন সিআর সেভেন, বলছেন তাঁর ওই প্রাক্তন সতীর্থ!

এক সাক্ষাৎকারে ওয়ালিদ আবদুল্লা বলছেন, "রোনাল্ডো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছে। ওর সঙ্গে আমার এ নিয়ে কথাও হয়েছিল। সে সময় ও আগ্রহ দেখায়। একটা ম্যাচে গোল করার পর রোনাল্ডোকে আমরা সাজদা করতে দেখেছিলাম। তাছাড়াও ইসলামের বহু ধর্মীয় রীতি মানতে দেখেছি ওকে।" এখানেই থামেননি আবদুল্লা। তাঁর দাবি, অনুশীলনের সময় আজান শুনতে পেলে রোনাল্ডো কোচকে অনুরোধ করতেন অনুশীলন থামিয়ে অপেক্ষা করতে। এমনকী পর্তুগিজ সুপারস্টারকে নাকি 'আল্লা হু আকবর' বলতেও তিনি শুনেছেন।


ওয়ালিদ আবদুল্লার এই বয়ানের পরই রোনাল্ডোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ সবটাই জল্পনা। রোনাল্ডো নিজে কেউ বা তাঁর ঘনিষ্ঠ কেউ এ নিয়ে মুখ খোলেননি। ফলে ওয়ালিদের দাবি কতটা সঠিক, তা নিয়ে সংশয় রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী!
  • চাঞ্চল্যকর দাবি আল-নাসেরে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লার।
  • তিনি বলছেন, সিআর সেভেন ইসলামে আকৃষ্ট হয়েছেন। এবং ওই ধর্ম গ্রহণ করতে চান।
Advertisement