shono
Advertisement
East Bengal

অমিল প্লেনের টিকিট! গুয়াহাটিতে ডার্বি খেলতে যাওয়ার আগে সমস্যায় ইস্টবেঙ্গল

লাল-হলুদ ব্রিগেড কীভাবে গুয়াহাটি গিয়ে মেগাম্যাচে নামবে, সেই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:23 PM Jan 08, 2025Updated: 09:23 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিন পরে ডার্বি। কিন্তু বড় ম্যাচে কি আদৌ নামতে পারবে ইস্টবেঙ্গল? প্রশ্ন তুলে দিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। বুধবার তিনি জানান, গুয়াহাটির টিকিট পাওয়া যাচ্ছে না। ফলে লাল-হলুদ ব্রিগেড কীভাবে গুয়াহাটি গিয়ে মেগাম্যাচে নামবে, সেই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

Advertisement

মঙ্গলবার পর্যন্ত ডার্বির দিন ঘোষণা করেনি মোহনবাগান। তাতেই ক্ষোভপ্রকাশ করেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। রীতিমতো ক্ষোভের সুরে বলেন, “পুরো বিষয়টা পরিকল্পনামাফিক করছে মোহনবাগান। ডার্বির ভেনু ঠিক করে ফেলার পরেও ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলতে ইচ্ছে করেই ভেনু ঘোষণা করছে না মোহনবাগান।" তাঁর দাবি, “মোহনবাগান ইতিমধ্যে স্থির করে ফেলেছে কোথায় ডার্বি হবে। ইতিমধ্যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের কোচ-ফুটবলরারদেরও জানিয়ে রেখেছে। কোন হোটেলে থাকবে সেই সবের ব্যবস্থা করা হয়ে গিয়েছে। অথচ ইস্টবেঙ্গলকে কিছুই জানানো হচ্ছে না। তার একটাই কারণ, আমরা যাতে সমস্যায় পড়ি। শেষ মুহূর্তে থাকার জন্য ভালো হোটেল পাব না। বিমানের টিকিট পেতে অসুবিধা হবে। কোচ-ফুটবলাররা মানসিকভাবে প্রস্তুতির সুযোগ পাবে না। এমনকী প্র্যাকটিস গ্রাউন্ড পেতেও সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। মোহনবাগান চেষ্টা করছে, ডার্বির আগে যতরকম ভাবে সম্ভব, আমাদের সমস্যায় ফেলতে। তাতেই ওদের লাভ।”

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা ক্ষোভপ্রকাশের পরের দিনই ডার্বির আয়োজক মোহনবাগান জানায়, বড় ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে। ১১ জানুয়ারি নির্দিষ্ট সময়েই মাঠে নামবে দুই দল। তারপরেই রীতিমতো বিপাকে পড়েছে ইস্টবেঙ্গল। এদিন দেবব্রত সরকার সাফ জানান, আগামী দুদিন গুয়াহাটি যেতে বিমানের টিকিট মিলছে না। তিনি বলেন, "৯ বা ১০, দুদিনের কোনওদিনই টিকিট পাওয়া যাচ্ছে না। হোটেলের ব্যবস্থা কোনওক্রমে হয়েছে। সঠিক সময়ে এই বিষয়গুলো জানানো উচিত ছিল, আগেও বলেছি।" কীভাবে দল পাঠানো হবে, সেই নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল। টিকিট না পাওয়ার জেরে গুয়াহাটিতে যেতে পারবেন না সমর্থকরা, সেই নিয়েও আক্ষেপ দেবব্রতর গলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার পর্যন্ত ডার্বির দিন ঘোষণা করেনি মোহনবাগান। তাতেই ক্ষোভপ্রকাশ করেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
  • ইস্টবেঙ্গল শীর্ষকর্তা ক্ষোভপ্রকাশের পরের দিনই ডার্বির আয়োজক মোহনবাগান জানায়, বড় ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে।
  • টিকিট না পাওয়ার জেরে গুয়াহাটিতে যেতে পারবেন না সমর্থকরা, সেই নিয়েও আক্ষেপ দেবব্রতর গলায়।
Advertisement