স্টাফ রিপোর্টার: গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসরা ফিরে আসায় খুশির আবহ ছিল মোহনবাগান অনুশীলনে। কিন্তু বুধবার সকালে খুব বেশিক্ষণ সেই খুশির আবহ থাকল না। হঠাৎই সিচুয়েশন অনুশীলনের সময় ডান পায়ে চোট পেয়ে বসলেন অনিরুদ্ধ থাপা (Kolkata Derby)। চোটের জন্য আর অনুশীলনই করতে পারলেন না তিনি। শুধু তাই নয়, অনুশীলন শেষে অনিরুদ্ধ যখন স্টেডিয়াম ছাড়লেন তখন দেখা গেল ভালোভাবে হাঁটতে পারছেন না।
শনিবার ডার্বি, তার বাহাত্তর ঘণ্টা আগে থাপার এই চোট চিন্তায় ফেলে দিল মোহনবাগান কোচ জোসে মোলিনাকে। জানা গিয়েছে ডাক্তারি পরীক্ষা হয়েছে, অনিরুদ্ধের চোটের অবস্থা চব্বিশ ঘণ্টা না গেলে বোঝা যাবে না। গত ম্যাচে প্রথম একাদশেই ছিলেন থাপা। এদিনও অনুশীলনে থাপাকে মাঝমাঠে রেখেই দল সাজিয়েছিলেন মোলিনা। স্বাভাবিকভাবেই ডার্বির আগে তাঁর এই চোট মোলিনাকে নতুনভাবে ভাবাবে। এদিন অনুশীলন শেষে স্টেডিয়াম ছাড়ার সময় আলবার্তো রডরিগেজ জানিয়ে গেলেন, প্রতিপক্ষ নিয়ে চিন্তা করতে চান না তাঁরা। আপাতত লিগ টেবিলের শীর্ষেই রয়েছে মোহনবাগান।
গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসের মতো মাঝমাঠের ফুটবলাররা সুস্থ হওয়ায় দলের শক্তি বেড়েছে অনেকটাই। তার উপর প্রথম একাদশে ফেরার সম্ভাবনা বাড়ছে মনবীর সিংয়েরও। আগের ম্যাচে তিনি রিজার্ভে ছিলেন। তার কারণ, বিয়ে করার জন্য তিনি ছুটি নিয়েছিলেন। হায়দরাবাদ এফসি ম্যাচের ঠিক আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাই তাঁকে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম একাদশে রাখেননি মোলিনা।
এই মুহূর্তে মোহনবাগানের আত্মবিশ্বাস দারুণ জায়গায় রয়েছে। ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছেন জেমি ম্যাকলারেনরা। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির সঙ্গে এখন পাঁচ পয়েন্টের ব্যবধান থাকলেও ডার্বি জিতলে এই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া যাবে। এবার আইএসএলে দারুণ ছন্দে রয়েছেন লিস্টন কোলাসোরা। স্বাভাবিকভাবে ডার্বির আশায় বুক বাঁধছেন সবুজ-মেরুন সমর্থকরা।