shono
Advertisement
Euro Cup 2024

ইউরোয় ইংল্যান্ডের ঘুমন্ত ফুটবল, সাউথগেটকে বিয়ার কাপ ছুড়ে মারলেন ক্ষুব্ধ সমর্থকরা

অন‌্য কোনও টিম ইউরো শেষ ষোলোয় কোয়ালিফাই করার পর এ রকম অভব‌্য আচরণে পড়েছে বলে আমার জানা নেই,’’ মঙ্গলবার চাঁচাছোলা ভাবে বলে দিয়েছেন সাউথগেট।
Published By: Anwesha AdhikaryPosted: 03:40 PM Jun 27, 2024Updated: 04:28 PM Jun 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো গ্রুপের তিন ম‌্যাচে এক জয়, দুই ড্র। হ‌্যারি কেন, জুড বেলিংহ‌্যাম, বুকাও সাকা, কেভিন ট্রিপিয়ারের ইংল‌্যান্ডের দুর্দশা এতটাই যে, তারা স্লোভেনিয়ার সঙ্গেও জিততে পারেনি। বরং নিদ্রা উদ্দীপক ফুটবল খেলে ড্র করেছে। যে বিরক্তিকর ফুটবল দেখে ইংল‌্যান্ড সমর্থকদের উগ্র আচরণের শিকার হতে হল টিমের হেড কোচ গ‌্যারেথ সাউথগেটকে! স্লোভেনিয়ার বিরুদ্ধে খেলা শেষে তাঁর দিকে প্লাস্টিকের বিয়ার কাপ ছুঁড়ে মারা হল!

Advertisement

দ্বিতীয় রাউন্ডে (Euro Cup 2024) যাওয়ার জন‌্য স্লোভেনিয়ার বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই চলত। সাউথগেটের টিম সেটাই পেয়েছে। কিন্তু তাতে ‘থ্রি লায়ন্স’ সমর্থকরা সন্তুষ্ট হতে পারছেন কোথায়? উল্টে বিরক্তিকর ফুটবল খেলা শেষে সাউথগেট (Gareth Southgate) যখন সমর্থকদের উদ্দেশ‌্যে অভিবাদন জানাতেন যান, তখন তাঁকে অভব‌্য আচরণের মুখে পড়তে হয়। যা নিয়ে ইংল‌্যান্ড কোচ বেশ রুষ্ট। ‘‘আমি জানি কেন এ রকম আচরণের মধ‌্যে আমাকে পড়তে হল। এটুকু বলতে পারি, পালিয়ে যাওয়ার লোক আমি নই। টিমের হাত ছাড়লে চলবে না। টিমের সঙ্গেই থাকব আমি। টিমের পক্ষেও সেটা ভালো। কারণ, যে পরিস্থিতির মধ‌্যে আমাদের পড়তে হচ্ছে, সেটা স্বাভাবিক নয়। অন‌্য কোনও টিম ইউরো শেষ ষোলোয় কোয়ালিফাই করার পর এ রকম অভব‌্য আচরণে পড়েছে বলে আমার জানা নেই,’’ মঙ্গলবার চাঁচাছোলা ভাবে বলে দিয়েছেন সাউথগেট।

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে সেয়ানে সেয়ানে টক্কর, একনজরে ভারত-ইংল্যান্ডের শক্তি-দুর্বলতা] 

ইংল‌্যান্ড (England) কোচ যে দেশের দর্শকদের উদ্দেশ‌্য করে মন্তব‌্যটা করেছেন, তা আলাদা করে না বললেও চলে। যাঁর মনে হচ্ছে, ইংল‌্যান্ড সমর্থকরা যে আচরণ করছেন, তা বড় ‘অদ্ভুত’। যা মেনে নেওয়া যায় না। সাউথগেটকে জিজ্ঞাসা করা হয়, এবার ইংল‌্যান্ড টিমের ক্ষেত্রে দর্শক আচরণ বদলে যাচ্ছে কেন? জবাবে ‘থ্রি লায়ন্স’ কোচ বলে দিয়েছেন, পুরোটাই প্রত‌্যাশা সম্পর্কিত। ‘‘আসলে ইংল‌্যান্ড নিয়ে লোকের প্রত‌্যাশা বিশাল। কিন্তু আমরা তো চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যাতে ইংল‌্যান্ডের ফুটবল দেখে লোকে আবার আনন্দ পায়। তবে যা চলছে, আমাদের একটু সতর্ক হতে হবে,’’ বলে দিয়েছেন সাউথগেট।

আগামী রবিবার শেষ ষোলোর ম‌্যাচ খেলতে নামবে ইংল‌্যান্ড। জেলসেনকিরচেনে। তাদের খেলতে হবে স্লোভাকিয়ার বিরুদ্ধে। পরিস্থিতি যা, তাতে ইংল‌্যান্ড টিমের পারফরম‌্যান্সের প্রভূত উন্নতি যদি না হয়, তা হলে আরও ভয়ঙ্কর ‘ব‌্যারাকিং’-য়ের মধ‌্যে পড়তে হতে পারে ইংল‌্যান্ডকে। এ দিকে, ইউরোর মাঝেই দেশে ফিরে গেলেন ইংল‌্যান্ডের নির্ভরযোগ‌্য প্লেয়ার ফিল ফোডেন। তিনি এ দিন তৃতীয় সন্তানের জনক হয়েছেন। আশা করা হচ্ছে, ইংল‌্যান্ডের শেষ ষোলোর ম‌্যাচের আগে ফিরে আসবেন তিনি।

[আরও পড়ুন: ফুটছে ইংল্যান্ড, বদলার আবহে আজ ফাইনালে ওঠার যুদ্ধে নামছেন রোহিতরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন‌্য স্লোভেনিয়ার বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই চলত। সাউথগেটের টিম সেটাই পেয়েছে।
  • সাউথগেটকে জিজ্ঞাসা করা হয়, এবার ইংল‌্যান্ড টিমের ক্ষেত্রে দর্শক আচরণ বদলে যাচ্ছে কেন? জবাবে ‘থ্রি লায়ন্স’ কোচ বলে দিয়েছেন, পুরোটাই প্রত‌্যাশা সম্পর্কিত।
  • আগামী রবিবার শেষ ষোলোর ম‌্যাচ খেলতে নামবে ইংল‌্যান্ড। জেলসেনকিরচেনে।
Advertisement