স্টাফ রিপোর্টার : কোচ আন্দ্রে চেরনিশভকে সরানো ইস্যুতে এবার অন্তর্দ্বন্দ্ব মহামেডান কর্তাদের মধ্যেই। বুধবার ক্লাব তাঁবুতে বসে কোচের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন সাদা-কালো সচিব ইস্তিয়াক আহমেদ। তার ২৪ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি ঘোষণা করলেন, আপাতত ক্লাবের মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন আর এক বর্ষীয়ান কর্তা কামারুদ্দিন। সেখানে দুই সাদা-কালো কর্তার পাশাপাশি ইনভেস্টর শ্রাচির দুই কর্তা রাহুল টোডি এবং তমাল ঘোষালও উপস্থিত ছিলেন।
আইএসএলে দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জেরে প্রশ্ন উঠছে মহামেডান কোচ চেরনিশভকে নিয়ে। তবে দু’টি কারণে আপাতত কোপ পড়ছে না তাঁর উপর। অবনমনহীন লিগে নতুন কোচ এলেই পারফরম্যান্স ভালো হবে, এমন নিশ্চয়তা নেই। আবার কোচ বদলের ক্ষেত্রে চেরনিশভকে আর্থিক ক্ষতিপূরণ এবং নতুন কোচকে বেতন দেওয়ার বিষয় রয়েছে। তাই এখন রাশিয়ান কোচকেই দায়িত্বে রাখার কথা বারবার শুনিয়েছেন ইনভেস্টর কর্তারা। তবে বুধবার মহামেডান সচিব বলেন, “লজ্জা থাকলে তিনি পদত্যাগ করতেন।” এমনকি গত মরশুমে আই লিগ জেতার ক্ষেত্রে চেরনিশভের থেকেও তাঁর পূর্বসূরি মেহরাজউদ্দিনের অবদান বেশি বলেও মন্তব্য করেন তিনি। এরপরপই এদিন শ্রাচি এবং মহামেডানের কর্তারা একযোগে সাংবাদিক সম্মেলন করে ক্লাবের মুখপাত্র হিসাবে আপাতত কামারউদ্দিনের নাম ঘোষণা করেন। মনে করা হচ্ছে, সচিবের মুখে কুলুপ আঁটতেই এমন সিদ্ধান্ত। তবে পরে ক্লাব সভাপতি বলেন, “আমি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করছি না। তবে কোনও আলোচনা না করেই অনেকে এমন বক্তব্য রাখছেন যাতে ক্লাব এবং ইনভেস্টরকে বিব্রত হতে হচ্ছে। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” ক্লাব সচিব আবার এমন সিদ্ধান্তের বিষয়ে কিছু জানেন না। তাঁর বক্তব্য, “এই বিষয়ে আমার সঙ্গে কেউ কোনও আলোচনা করেনি। না জেনে কোনও মন্তব্য করব না।” পাশাপাশি রাহুল টোডিকে ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে যুক্ত করা হবে বলে জানিয়েছেন আমিরুদ্দিন।
অন্যদিকে, এমন আবহেই শুক্রবার দিল্লিতে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হতে চলেছে মহামেডান। কার্ড সমস্যা মিটিয়ে এই ম্যাচে দলে ফিরছেন অ্যালেক্সিস গোমেজ এবং মিরজালল কাসিমভ। তাতে মহামেডানের শক্তি বাড়বে বটে। তবে এখনও পুরো ফিট না হওয়ায় জোসেফ আদজেইয়ের খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে শুরু থেকে ফ্লোরেন্ত অগিয়ের খেলবেন। শেষ ম্যাচে হেরেছে মহামেডান। সেখানে পাঞ্জাব আবার হেলায় হারিয়েছে মুম্বই সিটি এফসি-কে।