shono
Advertisement
Mohun Bagan

হাফসেঞ্চুরিতে নয়া রেকর্ড 'বাজপাখি' বিশালের, মহামেডানকে চার গোল দিয়েও সন্তুষ্ট নন মোলিনা

লাল কার্ড দেখা কাসিমোভের সমালোচনায় মুখর মহামেডান সহকারী কোচ মেহরাজউদ্দিন।
Published By: Arpan DasPosted: 11:20 AM Feb 02, 2025Updated: 11:20 AM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে মহামেডানকে ৪-০ গোলে চুরমার করে লিগ শিল্ডের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান। চলতি মরশুমে চারটি কলকাতা ডার্বির চারটিই এখন সবুজ-মেরুনের পকেটে। সেই সঙ্গে নয়া রেকর্ড গড়লেন গোলকিপার বিশাল কাইথ। যদিও মোলিনা মনে করছেন, আরও গোল করা উচিত ছিল। লিগ শিল্ড জিততে যে আরও পরিশ্রম করতে হবে, তেমনটাই মনে করেন সবুজ-মেরুনের কোচ।

Advertisement

শনিবার যুবভারতীতে 'ডার্বি'তে মহামেডানকে একপ্রকার নাস্তানাবুদ করে ছেড়েছে মোহনবাগান। জোড়া গোল অধিনায়ক শুভাশিস ও মনবীরের। আবার প্রয়োজনে 'বাজপাখি'র মতো উড়ে গোল আগলেছেন বিশাল কাইথ। যার সুবাদে আরও একটা ক্লিনশিট মোহনবাগানের গোলকিপারের। এই নিয়ে আইএসএলে ৫০টি ক্লিনশিট, অর্থাৎ গোল না খাওয়ার রেকর্ড গড়লেন তিনি। যা আর কারওর নেই। ১২৯টি ম্যাচে এই নজির গড়লেন তিনি। ৪৯টি ক্লিনশিট নিয়ে তাঁর পিছনে রয়েছেন অমরিন্দর সিং ও গুরপ্রীত সিং সান্ধু।

১৯ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৪৩। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার দুম্যাচ কম খেলে সংগ্রহ ৩৩। ফলে ‘ডার্বি’ জিতে লিগ শিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে রইল মোহনবাগান। তবে মোলিনা মনে করছেন, আরও গোল করা উচিত ছিল। ম্যাচের পর তিনি বলছেন, "আজ দলের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি। এটা ঠিক যে অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা আজ চারটের বেশি গোল করতে পারিনি। আরও গোল করতে পারলে ভাল লাগত। তবে আগেও বলেছি, গোলের সুযোগ তৈরি করাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গোল আসবেই।”

লিগ শিল্ড কি হাতের মুঠোয়? মোলিনা এখনই সেটা নিয়ে ভাবতে রাজি নন। বরং সামনের দিকে তাকাচ্ছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, "এখনও পাঁচটা ম্যাচে আমাদের লড়াই করতে হবে। পরের ম্যাচ আমাদের সামনে পাঞ্জাব। মহমেডানের বিরুদ্ধে খুব ভালো খেলেছে আমাদের দল। পাঞ্জাব খুব ভালো দল। ওরা আজ বেঙ্গালুরুর মতো অসাধারণ দলকে হারিয়েছে। ওই ম্যাচের আগে খেলোয়াড়দের তরতাজা করে তুলতে হবে। ওই ম্যাচে এরকম ভালো খেলতে হবে আমাদের।” কোচের সঙ্গে সহমত ম্যাচের সেরা জেসন কামিংস। যাঁকে শনিবার নতুন ভূমিকায় খেলান মোলিনা।

অন্যদিকে ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মোহনবাগানের সুবিধাই করে দেন মহামেডানের কাসিমভ। তাঁর সমালোচনা করে মহামেডানের সহকারী কোচ মেহরাজউদ্দিন বলেন, “দলের জন্য খেলছ, অথচ ও ভাবে লাল কার্ড দেখছ। এটা আমি আশা করতে পারিনি। আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল কাসিমভের। ওর মাথায় রাখা উচিত ছিল যে কোনও দলের পক্ষেই মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দশ জনে খেলা কত কঠিন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএলে মহামেডানকে ৪-০ গোলে চুরমার করে লিগ শিল্ডের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান।
  • সেই সঙ্গে নয়া রেকর্ড গড়লেন গোলকিপার বিশাল কাইথ। সেই সঙ্গে মোলিনা মনে করছেন, আরও গোল করা উচিত ছিল।
  • লিগ শিল্ড জিততে যে আরও পরিশ্রম করতে হবে, তেমনটাই মনে করেন সবুজ-মেরুনের কোচ।
Advertisement