shono
Advertisement
Mohun Bagan

আট ম্যাচ অপরাজিত মোহনবাগানের সামনে গোয়া, ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য মোলিনার

শেষ ম্যাচে সংযুক্তি সময়ে যেভাবে গোল করে দলকে জিতিয়েছেন আলবার্তো রদ্রিগেজ, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে অনেকটাই।
Published By: Arpan DasPosted: 02:00 PM Dec 20, 2024Updated: 02:00 PM Dec 20, 2024

স্টাফ রিপোর্টার : শুক্রবার সামনে এফসি গোয়া। সমুদ্রতীরবর্তী শহরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আটচল্লিশ ঘন্টা আগে গোয়ায় পা রেখেছেন জেমি ম্যাকলারেনরা। আট ম্যাচ অপরাজিত থেকে মোহনবাগান লিগ টেবলের শীর্ষে থাকলেও গোয়া খুব বেশি দূরে নেই কামিংসদের। এই মুহূর্তে টেবলের চতুর্থ স্থানেই রয়েছে এফসি গোয়া। ছয় পয়েন্টের ব্যবধান দুই দলের। যদিও হোম কি অ্যাওয়ে মোলিনা সব ম্যাচেই জয়ের লক্ষ্যমাত্রা পেত্রাতোসদের জন্য বেঁধে দিয়েছেন। শেষ ম্যাচে সংযুক্তি সময়ে যেভাবে গোল করে দলকে জিতিয়েছেন আলবার্তো রদ্রিগেজ, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে অনেকটাই। এবার সামনে আর্মান্দো সাদিকুরা।

Advertisement

দলের অন্যতম সেরা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট রিহ্যাবে রয়েছেন, শুক্রবার তিনি না থাকলেও জয় নিয়ে সমস্যা হবে না বলে মনে করছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। বলছেন, “আমাদের মানসিকতা স্পষ্ট, প্রতিদিন প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্যই লড়াই করছি, এটাই মোহনবাগানের মানসিকতা। শুধু আক্রমণভাগই নয়, রক্ষণও শক্তিশালী করতে হবে। ম্যাচের শেষ পর্যন্ত হার না মানা মনোভাব রয়েছে ছেলেদের। আমারা জয় ছাড়া আর অন্য কিছুই ভাবতে পারি না।”

নর্থ-ইস্ট ম্যাচে রক্ষণে ছিলেন না আলবার্তো, শুভাশিসের মতো অভিজ্ঞ ফুটবলার, সেই ম্যাচেও আলাদিন আজেরাইয়ের মতো ভয়ঙ্কর স্ট্রাইকারকে আটকে ক্লিনশিট রেখেই জিতেছে মোহনবাগান। তারপর কেরালা ম্যাচে ছিলেন না গ্রেগ স্টুয়ার্ট। সেই ম্যাচেও জয় পেতে অসুবিধা হয়নি। এবার সামনে গোয়া। সাদিকু এই মুহূর্তে ৮ গোল করে ফেলেছেন। মোহনবাগান রক্ষণ তাঁকে কিভাবে সামলায় এখখন সেটাই দেখার। প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে মোলিনা আরও যোগ করেন, “গোয়া সত্যি ভালো দল। বর্তমানে ওরা দারুণ ফর্মে রয়েছে। ওদের মাঠে নিঃসন্দেহে কঠিন ম্যাচ হবে।” স্টুয়ার্ট না খেলেল ইদানিং সেই জায়গায় প্রথম একাদশে থাকছেন দিমিত্রি পেত্রাতোস। শুক্রবারও পেত্রাতোস শুরু করবেন। কার্ড সমস্যা মিটিয়ে গতম্যাচে আলবার্তো আর শুভাশিস ফিরে আসায় এই ম্যাচে রক্ষণ নিয়ে আর চিন্তা নেই মোলিনার। ছন্দে রয়েছেন লিস্টন কোলাসোও। এদিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মোহনবাগানের এই গোয়ানিজ মিডিও। তিনিও বলছিলেন, “গোয়ার মাটিতে ম্যাচ খেলা আমার কাছে সবসময় বিশেষ অনুভূতি। গতবারের চেয়ে এই মরশুমের পারফর্মে আমি খুশি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সামনে এফসি গোয়া। সমুদ্রতীরবর্তী শহরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আটচল্লিশ ঘন্টা আগে গোয়ায় পা রেখেছেন জেমি ম্যাকলারেনরা।
  • আট ম্যাচ অপরাজিত থেকে মোহনবাগান লিগ টেবলের শীর্ষে থাকলেও গোয়া খুব বেশি দূরে নেই কামিংসদের।
  • এই মুহূর্তে টেবলের চতুর্থ স্থানেই রয়েছে এফসি গোয়া। ছয় পয়েন্টের ব্যবধান দুই দলের।
Advertisement