সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্যদের দল গঠন শেষ। গোয়া পৌঁছে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে কয়েকটি দল ইতিমধ্যে বল পায়ে অনুশীলনেও নেমে পড়েছে। সেদিক থেকে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) অনেকটাই পিছিয়ে ছিল। ইনভেস্টর পাওয়া থেকে ISL-এ যোগদান। এর মাঝে একাধিক সমস্যা সমাধান করে তবেই দেশের এক নম্বর লিগে লাল–হলুদ। তবে শেষমূহূর্তে নেমেও দল কিন্তু প্রায় গুছিয়েই ফেলেছেন লাল–হলুদ কর্তারা।
ছ’জন বিদেশির কথা ঘোষণা করা হয়ে গিয়েছে। বাকি এক বিদেশি। কানাঘুষো খবর, চুক্তি নাকি সারা হয়ে গিয়েছে। কেবল ঘোষণার অপেক্ষা। এই পরিস্থিতিতে মঙ্গলবারই ভারতীয় খেলোয়াড়দের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।
[আরও পড়ুন: বাবা-মা ও কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন? দীর্ঘ পোস্টে জবাব দিলেন ক্ষুব্ধ পিভি সিন্ধু]
অনেকদিন ধরেই জল্পনা চলছিল লাল হলুদের নয়া দল কীরকম হবে। বিদেশিদের বিষয়ে প্রতিদিনই নতুন খবর আসছিল। কিন্তু দেশীয় ফুটবলারদের কোনও তালিকা প্রকাশ করা হয়নি। অবশেষে এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। মোট ২২ জনের দল প্রকাশ করা হয়েছে।
শুধু তাই নয়, নতুন দল জানানোর পাশে কাদের এবার বাদ দিয়ে দেওয়া হল, তারও একটা তালিকা প্রকাশ্যে এসেছে। আগে সই করানো মোট ১৫ জন ফুটবলারের নাম ওই তালিকায় নেই। তাঁদের নতুন দল খুঁজে নিতে বলা হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, নতুন দল না পেলে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে ঠাঁই পাবেন তাঁরা।
[আরও পড়ুন: আজও ‘আইকন’ ধোনিই, ক্যাপ্টেন কুলের থেকে বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত বাটলার]
একনজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের ভারতীয় স্কোয়াড:
গোলরক্ষক: দেবজিৎ, শংকর রায়, রফিক আলি সর্দার, মির্শাদ।
ডিফেন্ডার: অভিষেক আম্বেদকর, সামাদ আলি মল্লিক, গুরতেজ , নারায়ণ দাস, চুলোভা, মহম্মদ ইরশাদ, রেহন সিং, ও রানা ঘরামি।
মাঝমাঠ: শেহনাজ সিং, বিকাশ জাইরু, লিংডো, ইয়ুমনাম গোপী, আঙসুয়ানা, সুরচন্দ্র সিং, মহঃ রফিক ও লোকেন মিতেই।
ফরোয়ার্ড: জেজে ও বলবন্ত সিং।
যাঁরা বাদ পড়েছেন: কোলাডো, ওমিদ সিং, মিলন সিং, গিরিক খোসলা, বিকাশ সাইনি, প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, ব্র্যান্ডন, ভিনিথ, রিনো অ্যান্টো, গুরুং, কেভিন লোবো, কিগান পেরেরা, লালরিনডিকা রালতে, হাওকিপ।
