সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধরা বিশ্বকাপ জিতে গিয়েছেন। এবার কি ফুটবল কেরিয়ারে ইতি? নাকি 'লাস্ট ডান্স'-এর বিশ্বকাপে আরও একবার ট্রফি জেতার লক্ষ্যে নামবেন? যাবতীয় ধোঁয়াশা রয়েছে লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে। বিশ্বকাপ শুরু হতে কয়েক মাস মাত্র বাকি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকা এখনও খোলসা করে বলেননি, আগামী বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কিনা।
২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। একটা সময়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলা মেসি বিশ্বকাপ জেতার পরেও পুরোদমে ফুটবল খেলা চালিয়ে গিয়েছেন। ইন্টার মায়ামির হয়ে একগুচ্ছ গোল করেছেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসি স্পষ্ট করে কিছুই বলেননি। প্রশ্ন উঠলে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, শারীরিক অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। দেশের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার মতো অবস্থা রয়েছে কিনা সেটাও বিবেচনা করতে চান মেসি।
বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতে না পারলেও অবসর জীবনের প্ল্যান করে ফেলেছেন এলএমটেন। প্রাণপ্রিয় ফুটবল থেকে অবসর নিয়ে কীভাবে দিন কাটাবেন মেসি? যা প্ল্যান, তাতে মাঠে না নামলেও ফুটবল থেকে দূরে থাকবেন না আর্জেন্টাইন মহাতারকা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ক্লাবের মালিক হতে চাই। যেখানে নতুন প্লেয়াররা উঠে আসবে। আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না।” ইতিমধ্যেই সতীর্থ লুইস সুয়ারেজের উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব ডেপোর্টিভো এলএসএম চালান তিনি।
উল্লেখ্য, মেসিভক্তদের অনেকেই মনে করছেন ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তাঁদের প্রিয় তারকা। গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছেন। জোড়া গোলও করেন। ভেনেজুয়েলাকে ৩-০ হারানোর পর মেসি বলেন, "বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারব না।" সেই অবস্থানেই কি অনড় থাকবেন মেসি?
