সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্সেনালকে হারল লিভারপুল। এই জয়ের পর প্রিমিয়র লিগের শীর্ষে পৌঁছলেন 'রেডস'রা। প্রিমিয়র লিগের অপর ম্যাচে এগিয়ে গিয়েও ব্রাইটনের কাছে গেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি।
অ্যানফিল্ডে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লিভারপুলকে ৮৩ মিনিটে বিশ্বমানের ফ্রিকিকে এগিয়ে দেন ডমিনিক সোবোসলাই। সেটাই ছিল জয়সূচক গোল। একমাত্র দল হিসাবে মরশুমের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিভারপুল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। তিনে আর্সেনাল। মরশুমের প্রথম হারের স্বাদ পেয়ে তাদের পয়েন্ট ৬। ব্রাইটনের কাছে হেরে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে ম্যান সিটি।
অপর ম্যাচে এগিয়ে গিয়েও ১-২ গোলে ব্রাইটনের কাছে পরাস্ত হল ম্যান সিটি। ৩৪তম মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় তারা। তবে ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান মিলনার। প্রিমিয়র লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৩৯ বছর ২৩৯ দিন) পেনাল্টিতে গোল করলেন তিনি। নির্ধারিত সময়ে খেলা শেষ হবার ঠিক আগে ব্রাইটনের হয়ে জয়সূচক গোল করেন ব্রাজন গ্রুদা।
অন্যদিকে, লা লিগার ম্যাচে মায়োর্কাকে ২-১ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও ১৮ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল তারা। মায়োর্কাকে এগিয়ে দেন ভেদাত মুরিকি। ৩৭ মিনিটে আর্দা গুলেরের গোলে সমতা ফেরে রিয়াল। এর ঠিক পরের মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে জয়সূচক গোল পায় তারা।
