সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একবছরেই মোহভঙ্গ! সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছেদ হল মানোলো মার্কেসের। বুধবার AIFF-এর কার্যকরী কমিটির বৈঠকে মানোলোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সূত্রের খবর, হংকং ম্যাচে হারের পরেই ওই ইস্তফার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন ভারতীয় কোচ। তিনি যে পদত্যাগ করছেন, সে কথা সবার আগে জানিয়েছিল 'সংবাদ প্রতিদিন'। তাঁর পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত নিতে হত ফেডারেশনকেই। এদিন ফেডারেশনের বৈঠকের পর সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। এই আবহে প্রশ্ন উঠছে, ভারতীয় ফুটবল দলের নয়া কোচ কে হতে চলেছেন?
২০২৪-এর ২০ জুলাই এফসি গোয়ার এই প্রাক্তন কোচের সঙ্গে চুক্তি করে এআইএফএফ। যদিও বিশেষ শর্ত ছিল মানোলোর চুক্তিতে। প্রথম ছ'মাস তিনি গোয়ার সঙ্গে কোচিং করাবেন 'মেন ইন ব্লু'কে। এফসি গোয়ার সঙ্গে মেয়াদ শেষ হলে তিনি ভারতীয় দলের পুরোপুরি দায়িত্ব নেন। যদিও তাঁর আমলে সেভাবে সাফল্য আসেনি। যার খেসারত দিতে হল তাঁকে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সচিব কে সত্যানারায়ণ সংবাদমাধ্যমকে বলেন, "AIFF এবং মানোলো মার্কেজ পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ AIFF-এর কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফেডারেশন খুব শীঘ্রই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে।" ফেডারেশনের সহ-সচিবের এমন বিবৃতির পর বিশেষজ্ঞরা ধারণা, তিনি যতই পারস্পরিক সিদ্ধান্তের কথা বলুক না কেন, মানোলোর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না কেউই।
প্রসঙ্গত, মানোলোর আমলে একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। তার মধ্যে অন্যতম অবসর ভেঙে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসা। তাছাড়াও এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ড্র এবং হংকংয়ের কাছে পরাজয় তো রয়েইছে। তাঁর অধীনে ভারত ৮টা ম্যাচে জিতেছে মাত্র একটায়। এই আবহেই শোনা যাচ্ছে, সুনীলদের দায়িত্ব নেওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন সঞ্জয় সেন। ইতিমধ্যেই AIFF এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ। তাছাড়াও শোনা যাচ্ছে খালেদ জামিলের নামও।
