shono
Advertisement
Leo Messi

'স্বীকৃতির জন্য ধন্যবাদ', শহরে নিজের মূর্তি দেখে অভিভূত মেসি

হোটেল থেকে ভারচুয়ালি মূর্তি উন্মোচন করেন লিও।
Published By: Subhajit MandalPosted: 11:48 AM Dec 13, 2025Updated: 11:54 AM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের মক্কায় ফুটবলের রাজপুত্রের গগনচুম্বি মূর্তি। যা দেখে আপ্লুত লিওনেল মেসি নিজেও। ৭০ ফুট উঁচু মূর্তি দেখে আপ্লুত মেসি বললেন, 'এই স্বীকৃতির জন্য ধন্যবাদ।'

Advertisement

কলকাতার ভিআইপি রোডে বসেতে চলেছে ৭০ ফুট উঁচু, লিওনেল মেসির মূর্তি। মূর্তিটি তৈরির দায়িত্ব নিয়েছিল শ্রীভুমি স্পোর্টিং ক্লাব। মাত্র ৪০ দিনে তৈরি হয়েছে গগনচুম্বী এই কাঠামো। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দিয়েছেন গোটা প্রকল্পের। শ্রীভুমির সভাপতি সুজিত বসুর চেষ্টায় এবং উদ্যোগে মূর্তিটি তৈরি হয়েছে। পৃথিবীর আর কোথাও মেসি বা অন্য কোনও ফুটবলারের এত উঁচু মূর্তি রয়েছে কিনা তা নিয়ে সংশয়।

প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল, মেসি নিজে ভিআইপি রোডে গিয়ে ওই মূর্তি উন্মোচন করবেন। কিন্তু শেষে প্রবল ভিড় এবং আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থেকে সেই পরিকল্পনা বাতিল করা হয়। হোটেলে বসে ভারচুয়ালিই মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র। নিজের দেশ থেকে এত দূরে, ফুটবল জগতে নিতান্তই অখ্যাত এক দেশে তাঁকে নিয়ে এই উন্মাদনা দেখে আপ্লুত মেসি নিজেই। মূর্তিটি উন্মোচন করে তিনি বলেন, "ভারতের মাটিতে আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের। আমি খুব খুশি এখানে আসতে পেরে। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভালো লাগছে। আর্জেন্তিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে।’

মেসি নিজে না গেলেও তাঁর মূর্তির সামনে ভিড়ে কমতি ছিল না। এদিন সকাল থেকেই ভিআইপি রোডে অসংখ্য মেসি ভক্ত ভিড় জমান। মূর্তি উন্মোচন হতেই 'মেসি মেসি' রবে চিৎকার ভক্তদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ফুটবলের মক্কায় ফুটবলের রাজপুত্রের গগনচুম্বি মূর্তি।
  • যা দেখে আপ্লুত লিওনেল মেসি নিজেও।
  • ৭০ ফুট উঁচু মূর্তি দেখে আপ্লুত মেসি বললেন, 'এই স্বীকৃতির জন্য ধন্যবাদ।'
Advertisement