সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে ভিক্টর ওসিমেন, আদেমোলা লুকম্যানের মতো তারকারা। তারপরও বিশ্বকাপে খেলা হবে না নাইজেরিয়ার। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে ডিআর কঙ্গোর কাছে টাইব্রেকারে পরাস্ত হল আফ্রিকার দেশ। কিন্তু কেন হারল নাইজেরিয়া? সুপার ঈগলসের কোচ দুষছেন কালো জাদুকে। টাইব্রেকারের সময় নাকি ভুডু করেছিল ডিআর কঙ্গোর কোচ। সেটার জন্যই নাকি হেরেছে নাইজেরিয়া।
আফ্রিকার ফুটবল ইতিহাসে কালো জাদুর গল্প নতুন কিছু নয়। ক্লাব ফুটবলকে কেন্দ্র করেও ভুডু করার অভিযোগ প্রায়ই ওঠে। এমনকী বিপক্ষ দল সেই চেষ্টা করলে মাঠেই হাতাহাতির ঘটনাও আছে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বেও সেই অভিযোগ আনলেন নাইজেরিয়ার কোচ। এরিক চেলের বক্তব্য, "ডিআর কঙ্গোর কোচ ভুডু করেছে। প্রতিবার, প্রতিবার ওরা এগুলো করে। আমি সেই জন্যই একটু চিন্তায় ছিলাম। এমনিতেও ম্যাচটা কঠিন ছিল।"
কীভাবে 'ভুডু' করেছে ডিআর কঙ্গো? সেটাও নাকি দেখেছেন চেলে। তিনি জানান, টাইব্রেকারের সময় ডিআর কঙ্গো দলের কোচ হাত নাড়িয়ে কিছুটা একটু ছিটিয়ে দিচ্ছিলেন। চেলের বিশ্বাস, সেটা জল জাতীয় কিছু একটা হবে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আন্তর্মহাদেশীয় পর্যায়ের ফাইনালে দুই দলের ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র দিয়ে। কিন্তু পেনাল্টি শুট আউটে ৩-৪ ব্যবধানে হারেন ওসিমেনরা। ডিআর কঙ্গোর থেকে ১৯ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে ফেভারিট ধরা হলেও তারা বিশ্বকাপের টিকিট পেল না।
গতবারও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি নাইজেরিয়া। আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হলেও বিশ্বকাপে সেভাবে কখনই সেভাবে নজর কাড়তে পারেনি তারা।
