সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল 'ফাইভ স্টার' পারফরম্যান্স দেখেছিল বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। মঙ্গলবার এফসি মেদিনীপুরকে ৫-০ গোলে হারিয়েছিল হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স। তবে প্রতিদিন 'সমান নাহি যায়'। বুধবার জেএইচআর রয়্যাল সিটি এফসি বনাম নর্থবেঙ্গল ইউনাইটেড ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়।
বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঘরের মাঠের দর্শকদের সামনে নর্থ চব্বিশ পরগনার কাছে হার মানতে হয়েছিল নর্থবেঙ্গলকে। এদিন জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে নেমেছিল তারা। খারাপ খেলেনি তারা। তবে গোল করার লোকের অভাব পরিলক্ষিত হয়। হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সও একই দোষে দুষ্ট। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে তুল্যমূল্য লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। টানটান লড়াই চালায় দুই দলই। কিন্তু কোনও দলের হয়েই ডেডলক ভাঙতে পারেননি কেউ। অমীমাংসিত অবস্থায় ম্যাচ শেষ হলেও রয়্যাল সিটি শীর্ষে রয়েছে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের থেকে তারা ২ পয়েন্টে এগিয়ে। ৮ ম্যাচে তারা ১৬ পয়েন্টে।
৮ ম্যাচে ১৬ নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ ২৪ পরগনা। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয়ে উঠল নর্থবেঙ্গল। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বর্ধমান। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ৮। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
