সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল সুপার কাপের সূচি। নকআউট ফরম্যাটে খেলা হবে টুর্নামেন্ট। আর প্রথম দিনেই মাঠে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে প্রশ্ন থাকছে আইলিগের দলগুলি নিয়ে। কারণ লিগ শেষ হয়ে গেলেও আইলিগ চ্যাম্পিয়নের নাম এখনও ঘোষণা করা যায়নি আইনি জটিলতায়। তাহলে কারা খেলবে সুপার কাপে?
সোমবার সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ। ভুবনেশ্বরে টুর্নামেন্ট খেলা হবে সেকথা আগেই জানানো হয়েছিল। এবার প্রত্যেকটি ম্যাচের দিনক্ষণ প্রকাশ করেছে ফেডারেশন। আইএসএল শেষ হচ্ছে ১২ এপ্রিল। তারপরেই ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ফাইনাল খেলা হবে ৩মে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে দুই প্রধান। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে, আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। আইলিগের চূড়ান্ত ফলাফল এখনও সরকারিভাবে জানানো হয়নি, তবে মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে রিয়াল কাশ্মীর এফসি।
সুপার লিগে খেলা নিয়ে জটিলতা থাকলেও মহামেডানকে রেখেই সূচি ঘোষণা করা হয়েছে। ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে তারা। এমনভাবে সূচি সাজানো হয়েছে যে সুপার কাপের কোয়ার্টার ফাইনালেই ডার্বি হতে পারে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জেতে তাহলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে দুই দলের। উল্লেখ্য, গতবার সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল।
তবে প্রশ্ন থাকছে, আইলিগের প্রথম এবং দ্বিতীয় স্থানে কোন দলগুলি থাকবে? কারণ ইন্টার কাশীর তিন পয়েন্টের আবেদন আপিল কমিটিতে আটকে। জানুয়ারি মাসে নামধারী এফসি’র বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল, ওই ম্যাচে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। গোটা বিষয়টি এখনও আপিল কমিটির বিচারাধীন। আগামী ২৮ এপ্রিল এই ইস্যুতে শুনানি হবে। তাহলে তার আগে কী করে আইলিগের প্রথম এবং দ্বিতীয় দল নির্ধারণ করে সুপার লিগের ম্যাচ খেলানো হবে?