সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও তিনি প্রেমিক। কখনও তিনি নেতা। তাঁরই নেতৃত্বে মোহনবাগান (Mohun Bagan) দ্বিমুকুট জিতেছে। ফাইনালের পর সবুজ-মেরুন অধিনায়ক নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলেছিলেন। শুভাশিস বসু (Subhasish Bose) জানান, 'সবচেয়ে সুখী মানুষটা আমিই। আমরা ডবল করেছি। এরজন্য সত্যিই অভিভূত।' তখনও কিন্তু অনেকেই জানতেন না এই 'সবচেয়ে' সুখী হওয়ার রসায়ন দু'টি। এক, মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া। দুই, বাগান পরিবারে আসতে চলেছে 'জুনিয়র ক্যাপ্টেন'।

এদিন মোহনবাগান (Mohun Bagan) অধিনায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, বসু দম্পতির সামনে রাখা আইএসএল কাপ। নিজের মেডেলটা তিনি পরিয়ে দিচ্ছেন অন্তঃসত্ত্বা পত্নীকে। তারপর হাঁটু গেড়ে বসে স্বাগত জানাচ্ছেন মা হতে চলা কস্তুরীকে। কেবল তাই নয়, লিখেছেন, 'আমাদের আশা ও প্রার্থনা সফল হতে চলেছে। আনন্দের সঙ্গে বলতে চাই, আমাদের পরিবারে ছোট্ট এক উপহার আসতে চলেছে।'
আসলে মোহনবাগানের অধিনায়ক হিসেবে জোড়া ট্রফি জয় তাঁর কাছে স্বপ্নের মতো। আর দ্বিমুকুট জয়ের পর এমন 'সুখবর' ঘোষণার আদর্শ সময় আর কী-ই বা হতে পারে! বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে বাগান অধিনায়ক বলেছিলেন, 'এটা স্বপ্নের দল। তার উপর এরকম সমর্থকদের সামনে খেলতে পারা সৌভাগ্যের বিষয়। এরকম সমর্থন না পেলে চ্যাম্পিয়ন হতে পারতাম না।'
ছোটবেলা থেকে 'মোহনবাগান সমর্থক' হিসেবে পরিচিত শুভাশিসের (Subhasish Bose) সংযোজন, 'মোহনবাগান পরিবার এবং সমর্থকদের জন্য এই সুখবরটা ঘোষণা করলাম।' তাঁর এই পোস্টের পর নেটপাড়ায় রীতিমতো খুশির হাওয়া। সমর্থকরা বসু দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। এখন তাঁদের আশা, জোড়া কাপ নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠা।