সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দা ছেড়ে এবার ফুটবলের ময়দানে নামছেন টাইগার শ্রফ। জানা গিয়েছে, পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন অভিনেতা। মুম্বই প্রিমিয়ার লিগে এবার খেলতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই দলের সঙ্গে ম্যাচ খেলতে নেমে পড়েছেন জ্যাকি শ্রফের পুত্র। পেশাদার ফুটবল জীবনের প্রথম ম্যাচটি তিনি খেলে ফেলেছেন।
মুম্বই প্রিমিয়ার লিগে অংশ নেবে ৬টি দল। তার মধ্যে অন্যতম মুম্বে এফসি। সেই দলেরই মার্কি প্লেয়ার হিসাবে সই করানো হয়েছে বলি তারকাকে। টাইগার নিজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরাট ভক্ত। সিআর সেভেনের সাত নম্বর জার্সি পরেই মাঠে নামছেন হিরোপন্তি তারকা। অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গিয়েছে তাঁকে। বলি তারকার ফুটবলের দক্ষতার খানিক ঝলকও দেখা গিয়েছে মুম্বই প্রিমিয়ার লিগের ম্যাচে।
অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও টাইগারের বরাবরের ইচ্ছা ছিল ফুটবল খেলার। মুম্বই প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে তিনি বলেন, "ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল। স্কুলে পড়ার সময়ে ফুটবল খেলতে খুব পছন্দ করতাম। ভাবতাম একদিন ফুটবল খেলে দেশের প্রতিনিধিত্ব করব। কিন্তু সেই সুযোগ হয়নি।"
টাইগারের অভিনয় কেরিয়ার অবশ্য মোটেই ভালো যাচ্ছে না। ২০১৯ সালে শেষবার বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল তাঁর ছবি। হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে ওয়ার ছবিতে সাফল্য পেয়েছিলেন টাইগার। তার পর থেকে বাঘি ৩, হিরোপন্তি ২, গণপথ, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ- একের পর এক ফ্লপ ছবি টাইগারের। তাহলে কি এবার অভিনয় থেকে ইতি টেনে মাঠেই মন দেবেন জ্যাকিপুত্র?