shono
Advertisement
UCL

রাইসের জোড়া ফ্রি কিকে বিরাট জয় আর্সেনালের, চ্যাম্পিয়ন্স লিগের সেমির দৌড়ে ফের মিরাকলের ভরসায় রিয়াল

ইউসিএল কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইন্টার মিলান।
Published By: Arpan DasPosted: 09:10 AM Apr 09, 2025Updated: 09:10 AM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল। কিন্তু এবার ফর্মের জোয়ারভাটা চলছে রিয়াল মাদ্রিদের। অনেক ম্যাচে অবিশ্বাস্য কামব্যাকও করেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে রীতিমতো উড়ে গেল কার্লো আন্সেলোত্তির দল। ডেক্লান রাইসদের মাত্র ১৭ মিনিটের ঝড়ে ৩-০ গোলে হারল রিয়াল। ফলে ঘরের মাঠে দ্বিতীয় লেগে ফের অবিশ্বাস্য কিছু করতে হবে স্পেনের দলকে। অন্যদিকে ইউসিএলের কোয়ার্টারে ইন্টার মিলানের কাছে ২-১ গোলে হারল বায়ার্ন মিউনিখও।

Advertisement

যদিও সব নজর রিয়ালের পর্যুদস্ত হওয়ার দিকেই। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ছিল আর্সেনালের। বিচ্ছিন্ন কয়েকটা আক্রমণে গোলের দরজা খুলে গিয়েছিল রিয়ালের সামনেও। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন এমবাপে। সেভাবে চোখে পড়লেন না ভিনিসিয়াস জুনিয়রও। বরং প্রথমার্ধে যে রিয়াল গোল হজম করেনি, তার কৃতিত্ব গোলকিপার থিবো কুর্তোয়ার। একাধিকবার দলের পতন রোধ করেন তিনি।

কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ঝড়ে বেসামাল হয়ে গেল লস ব্ল্যাঙ্কোসরা। ৫৮ মিনিটে অবিশ্বাস্য ফ্রি কিকে আর্সেনালকে এগিয়ে দেন ডেক্লান রাইস। রিয়াল ডিফেন্ডারদের দেওয়ালের পাশ দিয়ে তাঁর ফ্রি কিক জালে জড়িয়ে যায়। ৭০ মিনিটে যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবারও রাইস। শুধু এবার আরও একটু দূর থেকে। তাঁর বাঁক খাওয়ানো শট কুর্তোয়া শরীর ছুড়েও নাগাল পেলেন না। নাটক তখনও বাকি ছিল। ৭৫ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মিকেল মেরিনো। ৯৪ মিনিটে মাথা গরম করে লাল কার্ড দেখেন রিয়ালের কামাভিঙ্গা। ফলে বের্না ব্যুতে কার্যত গোলের পাহাড় টপকাতে হবে এমবাপে-ভিনিসিয়াসসের।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ইন্টারের কাছে হেরে চাপ বাড়ল বায়ার্নের। ঘরের মাঠে ১-২ গোলে হারল জার্মানির দল। ৩৮ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বাকি নাটক অপেক্ষা করে ছিল ৮০ মিনিটের পর। ৮৫ মিনিটে সমতা ফেরান থমাস মুলার। যিনি এই মরশুম শেষেই বায়ার্ন ছাড়বেন। কিন্তু ৮৮ মিনিটে ইন্টারকে ফের এগিয়ে দেন ফ্রাট্টেসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে রীতিমতো উড়ে গেল কার্লো আন্সেলোত্তির দল।
  • ডেক্লান রাইসদের মাত্র ১৭ মিনিটের ঝড়ে ৩-০ গোলে হারল রিয়াল।
  • ফলে ঘরের মাঠে দ্বিতীয় লেগে ফের অবিশ্বাস্য কিছু করতে হবে স্পেনের দলকে।
Advertisement