সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় কাছাকাছি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং কোপা আমেরিকা (USA)। দুটো টুর্নামেন্টেই চরম অব্যবস্থার পরিচয় দিয়ে বসল জো বাইডেনের দেশ।
মার্কিন মুলুকের মায়ামির হার্ড রকে বসেছিল ফুটবল কনসার্ট। আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোপা ফাইনাল (Copa America)। সেই ফাইনালের বল গড়ানোর আগে যা ঘটল, পাড়ার কোনও টুর্নামেন্টেও তা হয় না। সকাল সাড়ে পাঁচটায় ফাইনালের বল গড়ানোর কথা ছিল। দফায় দফায় ম্যাচের সময় বদলে যায়। কিন্তু সেই ফাইনাল শুরু হয় আশি মিনিট দেরিতে। স্মরণকালের মধ্যে এমন ঘটনা মনে করতে পারছেন না ফুটবলপ্রেমীরা।
[আরও পড়ুন: গম্ভীর নন, আগরকরের ইচ্ছাতেই টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য? দল ঘোষণার পরে জোর চর্চা]
ফাইনালের দিন টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করেন অসংখ্য দর্শক। নিরাপত্তাকর্মীরা কিছুতেই তাদের নিরস্ত করতে পারেননি। বৈধ টিকিট রয়েছে এমন অনেক দর্শক মাঠে ঢুকতে গিয়ে আহত হন। পুলিশকর্মীরা নাজেহাল হয়ে যান ভিড়-বিশৃঙ্খলা সামলাতে।
কোপা ফাইনালে বিশৃঙ্খলার জেরে গ্রেপ্তার করা হয় ২৫ জনকে। মারামারির ঘটনায় আটক করা হয় কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি ও তাঁর ছেলেকে। নিরাপত্তার প্রশ্নেও ডাহা ফেল আমেরিকা। কোপা আমেরিকা আয়োজনে এই ব্যর্থতা কিন্তু চিন্তা বাড়াচ্ছে ফিফারও।
ঠিক দুবছর পরে বিশ্বকাপ ফুটবল হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। থুড়ি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ২০২৬ বিশ্বকাপের আয়োজনে। এবারের কোপা আমেরিকা হতে পারত বিশ্বকাপ ফুটবলের ড্রেস রিহার্সাল। কিন্তু কোপা আমেরিকার আয়োজনে ত্রুটি দেখা গিয়েছে। আর তার ফলেই আসন্ন বিশ্বকাপ ফুটবল নিয়ে চিন্তান্বিত ফিফাও।
আকারে ও আয়তনে বাড়ছে ২০২৬ সালের বিশ্বকাপ। ৩২-এর পরিবর্তে ৪৮টি দেশ অংশ নেবে। খেলার সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪। প্রতিযোগিতাও ৩৯ দিনের। প্রথম ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিনটি দেশে দেশে ঘুরে ঘুরে খেলতে হবে ফুটবলারদের। তাঁদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে। বিশ্বকাপে ফের বড় পরীক্ষায় বসতে হবে আমেরিকাকে।
কোপার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রর উপরে। যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হয়েছিল ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু সেই বিশ্বকাপও কি ত্রুটিমুক্ত ছিল? নিউ ইয়র্কের পিচে রানই উঠল না তেমন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাণটাই যেন কেড়ে নেওয়া হল! টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট মানেই বর্ষিত হবে চার-ছক্কা। কিন্তু নিউ ইয়র্কের পিচে রান কোথায় আর উঠল সেভাবে! ফ্লোরিডায় বন্যার জন্য খেলাই গেল ভেস্তে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20World Cup) পরে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। খবরের ভিতরের খবর বলছে, মেরিকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ‘ফতুর’ হয়ে গিয়েছে আইসিসি! এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে সাম্প্রতিক একটি রিপোর্টে। জানা গিয়েছে, ২০ মিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ১৬৭ কোটি টাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েনি সে দেশের সব শ্রেণির মানুষের কাছে। মার্কিন মুলুকের এশীয়দের মধ্যেই উন্মাদনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। ম্যাচ ভেন্যুর কাছে টিম হোটেল না পাওয়ায় অভিযোগ জানিয়েছিল একাধিক দেশ। তার উপরে বিমান ধরতে না পাড়ায় বিমানবন্দরে ঘন্টায় ঘন্টায় অপেক্ষা করতে হয় শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো দলকে। এমন সব খবর ভেসে এসেছিল বিশ্বকাপের সময়ে।
দুই মেগা ইভেন্ট আয়োজনেই পাশ মার্কস পায়নি মার্কিন মুলুক। চিন্তা বাড়ছে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) আয়োজন নিয়ে।