shono
Advertisement

বাইডেনের নিরাপত্তায় বাড়তি নজর, দিল্লির হোটেলে তৈরি হচ্ছে বিশেষ লিফট!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর ঘিরে তুঙ্গে প্রস্তুতি।
Posted: 01:37 PM Aug 31, 2023Updated: 01:37 PM Aug 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর ঘিরে তুঙ্গে প্রস্তুতি। জি-২০ সামিটে অংশ নিতে আগামী মাসে দিল্লি আসছেন তিনি। থাকবেন রাজধানীর আইটিসি মৌর্য শেরাটন হোটেলে। তাঁর নিরাপত্তায় বাড়তি নজর দিয়ে হোটেলে তৈরি হচ্ছে বিশেষ লিফট!

Advertisement

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয়াদিল্লিতে বসছে জি২০ শীর্ষ সম্মেলনের আসর। মূল অনুষ্ঠানটি হবে ৯ থেকে ১০ সেপ্টেম্বর। এই উপলক্ষে রাজধানীতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতারা। ২৯টি দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আসার কথা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের। অতিথিদের থাকার জন্য দিল্লি রাজধানী এলাকার ৩০টিরও বেশি হোটেল নির্দিষ্ট করা হয়েছে।

[আরও পড়ুন: হিন্দু যুবকের সঙ্গে বন্ধুত্ব কীসের? আহমেদাবাদে মুসলিম তরুণীকে হেনস্তা, মারধর পুরুষ সঙ্গীকে]

নিঃসন্দেহে, সকল অতিথিদের মধ্যে বিশেষভাবে নজর থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে। বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট থাকবেন আইটিসি মৌর্য শেরাটন হোটেলে। এর জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। আইটিসি মৌর্য হোটেলের চোদ্দোতম তলায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর জন্য একটি প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে। চোদ্দোতম তলায় তাঁর ওঠার জন্য একটি বিশেষ লিফট স্থাপন করা হবে। অর্থাৎ, সাধারণ মানুষ যে লিফট ব্যবহার করেন, সেই লিফট তিনি ব্যবহার করবেন না। হোটেলের প্রতিটি তলে ‘আমেরিকান সিক্রেট সার্ভিস’-এর কমান্ডোরা উপস্থিত থাকবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দল নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি বৈঠকও করেছে তারা। বাইডেনের নিরাপত্তায় দায়িত্ব থাকে ‘মার্কিন সিক্রেট সার্ভিস’। দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলন শুরুর তিন দিন আগেই সিক্রেট সার্ভিসের একটি দল দিল্লিতে পৌঁছবে। মার্কিন প্রেসিডেন্টের আগমনের আগেই গোটা হোটেল প্রাঙ্গণ পরিদর্শন করবে মার্কিন সিক্রেট সার্ভিস।

[আরও পড়ুন: হিন্দু যুবকের সঙ্গে বন্ধুত্ব কীসের? আহমেদাবাদে মুসলিম তরুণীকে হেনস্তা, মারধর পুরুষ সঙ্গীকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement