shono
Advertisement

Breaking News

ক্যাট ‘আন্টি’কে শুভেচ্ছা জানিয়ে বিপাকে হর্ষালি

সোশাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনার মুখে ‘বজরঙ্গি ভাইজান’-এর সহ-অভিনেত্রী৷ The post ক্যাট ‘আন্টি’কে শুভেচ্ছা জানিয়ে বিপাকে হর্ষালি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:20 PM Jul 20, 2016Updated: 06:51 PM Jun 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেচারি মেয়েটা৷ শুধুমাত্র নিজের ‘ক্যাটরিনা আন্টি’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল ফেসবুকে৷ তাতেই তোলপাড় ভার্চুয়াল বিশ্ব৷ ৩৩ বছরের ক্যাটরিনাকে ‘আন্টি’ বলার অপরাধে বছর আটেকের হর্ষালি মালহোত্রাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সোশাল নেটওয়ার্কিং সাইটে৷

Advertisement

কয়েকদিন আগেই তেত্রিশের কোটায় পা দিয়েছেন ক্যাট৷ জন্মদিনে সাড়ম্বরে ফেসবুকের জগতে প্রবেশও করেছেন বলি-বিউটি৷ আট বছরের হর্ষালি আগে থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সক্রিয়৷ ক্যাট ‘আন্টি’র আগমনে উচ্ছ্বসিত হয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায় নিজেদের একটি ছবি পোস্ট করে৷ সবই ঠিক ছিল, বাধ সাধল ছবির ক্যাপশন৷ যাতে ক্যাটরিনাকে ‘আন্টি’ বলে সম্বোধন করে হর্ষালি৷ এতেই ক্যাট প্রেমীদের বিরাগ ভাজন হয় বজরঙ্গি ভাইজানের সহ-অভিনেত্রী৷

ক্যাটরিনা অবশ্য কিছু মনে করেননি৷ বরং হর্ষালিকে ভালবেসে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ কিন্তু, সমালোচনার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসে তাঁর এই সৌজন্য৷ ক্যাট অনুরাগীদের অভিযোগ, ‘আন্টি’ নয়, ক্যাটকে ‘দিদি’ বলা উচিত ছিল হর্ষালির৷ এই উচিত-অনুচিতের মাঝেই ফেসবুকে ট্রেন্ডিং ছোট্ট হর্ষালির কীর্তি৷

The post ক্যাট ‘আন্টি’কে শুভেচ্ছা জানিয়ে বিপাকে হর্ষালি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement