shono
Advertisement

Breaking News

ভারতের রাজপথে কুচকাওয়াজ করবে আরব সেনারা

কিন্তু কেন? The post ভারতের রাজপথে কুচকাওয়াজ করবে আরব সেনারা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Jan 10, 2017Updated: 12:02 PM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরেই ভারত এবং আরব আমিরশাহির বন্ধুত্ব আরও জোরাল হয়ে উঠতে চলেছে৷ নতুন বছরে প্রজাতন্ত্র দিবসে প্রথমবার দিল্লির রাজপথে কুচকাওয়াজ করতে দেখা যাবে আরব সেনাবাহিনীকে৷ এর আগে ২০১৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিল ফরাসি সেনাবাহিনী৷

Advertisement

চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আরব আমিরশাহীর রাজপুত্র শেখ মহম্মদ৷ তিনিই হলেন আরব সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার৷ ভারতের বিভিন্ন মিলিটারি ব্যান্ডের সঙ্গে এবার কুচকাওয়াজে পা মেলাবেন আরব আমিরশাহির সেনা জওয়ানরা৷ শেখ মহম্মদের এই ভারত সফর আগামিদিনে দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷ গত দু’বছরে এই দুই দেশের সম্পর্কে বেশ খানিকটা উন্নতি হয়েছে বলেও জানা গিয়েছে৷

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি ভারত এবং আরব আমিরশাহির মধ্যে হতে চলেছে বিশেষ আলোচনা৷ এই আলোচনায় ভারতের তরফে উপস্থিত থাকবেন এম জে আকবর এবং আরবের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী আনওয়ার মহম্মদ গারগাশ৷

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

 

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

The post ভারতের রাজপথে কুচকাওয়াজ করবে আরব সেনারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement