অর্ণব আইচ: খেলনার আড়ালে কলকাতা থেকে বিহারে বিপুল পরিমাণ ‘বিলিতি মদ’ পাচার। তার আগেই খেলনার বস্তার ভিতর থেকে সেই মদ উদ্ধার করলেন ময়দান থানার আধিকারিকরা। পুলিশের হাতে ধরা পড়ল রামদেও মাহাতো নামে এক ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, ধৃত রামদেও বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। বিহারে মদ কেনাবেচা নিষিদ্ধ। তাই বিহারে মদ্যপায়ীদের কাছে চাহিদা রয়েছে হুইস্কির মতো ‘বিলিতি মদে’র। সেই কারণেই বাইরে থেকে মদ নিয়ে এসে বিহারের কিছু জায়গায় চড়া দামে বিক্রি করে একটি চক্র। ওই মদের একটি অংশ কলকাতা থেকে আসছে, এমন তথ্য বিহার পুলিশের মাধ্যমে জানতে পারে কলকাতা পুলিশ। সেই সূত্র ধরেই কলকাতা থেকে মদ পাচার রুখতে বিহারগামী বাসগুলিতে বিশেষ নজরদারি শুরু করে ময়দান থানার পুলিশ।
[আরও পড়ুন: পদ্মফুলের সোনালির মুখে জোড়াফুলের স্লোগান! শোরগোল নদিয়ায়]
শুক্রবার রাতে বাবুঘাট থেকে বিহারের বেগুসরাইগামী একটি বাসের উপরে খেলনা বোঝাই বড় আটটি বস্তা দেখে সন্দেহ হয় ময়দান থানার আধিকারিকদের। তাঁরা ওই খেলনার বস্তিগুলিতে তল্লাশি করতে শুরু করেন। বস্তার উপরদিকে বিভিন্ন রকমের প্লাস্টিকের খেলনা থাকলেও নিচের দিকে রাখা মোটা কাগজ দিয়ে তৈরি মদের প্যাকেট। এভাবে একেকটি বস্তায় রয়েছে তিনটি করে মদের ক্রেট।
আটটি বস্তা থেকে উদ্ধার হয় মোট ২৪টি ক্রেট। একেকটি ক্রেটে রয়েছে ৪৮টি করে ১৮০ মিলিলিটার মদের প্যাকেট। মোট ১ হাজার ১৫২ লিটার বেআইনি ‘বিলিতি মদ’ খেলনার বস্তা থেকে উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় রামদেও মাহাতোকে। ধৃত স্বীকার করেছে যে, এভাবে আগেও সে কলকাতা থেকে বিহারে মদ পাচার করেছে। এই ব্যাপারে তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।