shono
Advertisement

‘ভারতের আত্মার জন্য ক্ষতিকর’, মোদির জয়কে কটাক্ষ একাধিক বিদেশি সংবাদমাধ্যমের

বিদেশি সংবাদপত্রগুলির সমালোচনাকে অনেকে জনরায়ের অবমাননা বলে মনে করছেন৷ The post ‘ভারতের আত্মার জন্য ক্ষতিকর’, মোদির জয়কে কটাক্ষ একাধিক বিদেশি সংবাদমাধ্যমের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:43 PM May 24, 2019Updated: 05:43 PM May 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীর বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বারের জন্য দিল্লির কুরসিতে বসছেন নরেন্দ্র মোদি৷ তাঁকে ঘিরে আগামী ৫ বছর কাজ করবে এনডিএ নেতৃত্বাধীন মন্ত্রিসভা৷ ২০১৪-র পর এবছরও গেরুয়া আবেগে ভর করে জনগণের হৃদয় জয় করেছে বিজেপি৷ এখনও মোদিময় দেশের আবহাওয়া৷ তাঁর জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷ কিন্তু মোদির দ্বিতীয়বার আগমনকে বেশ নেতিবাচক চোখে দেখছে বিদেশি সংবাদমাধ্যমগুলি৷ তাদের বিশ্লেষণ, ভারতের পক্ষে আগামীতে দুর্দিন আসছে৷

Advertisement

[ আরও পড়ুন: চার্ম ফিকে চামলিংয়ের, বাইচুংকে পাত্তাই দিল না সিকিম]

‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় সম্পাদকীয় পাতার শিরোনাম হয়েছে এভাবেই, ‘হাউ নরেন্দ্র মোদি সিডিউসড ইন্ডিয়া উইথ এনভি অ্যান্ড হেট’৷ যার বাংলা করলে দাঁড়ায়, কীভাবে হিংসা ও ঘৃণা দিয়ে ভারতকে বশ করলেন মোদি৷ এর চেয়ে বড় অবমাননাকর মন্তব্য বোধ হয় আর কিছু নয়৷ যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মোদির বন্ধুসম এবং জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট নিজে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন, সেখানে প্রথম সারির মার্কিন সংবাদপত্রের এমন নেতিবাচক বিশ্লেষণে অনেকেই হতবাক৷

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার সম্পাদকীয় লাইন একেবারে স্পষ্ট৷ লেখা হয়েছে, ভারতের আত্মার জন্য ক্ষতিকর৷ বলা হয়েছে, ‘বিশ্ব এমন কোনও জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাকে চায় না, যিনি সবটা ব্যবসায়িক স্বার্থে দেখবেন এবং সংখ্যালঘুদের দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখবেন৷’ লোকসভা নির্বাচনের খবর করতে গিয়ে এই পত্রিকা অধিকাংশটাই আলোকপাত করেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দিকে৷ কীভাবে আমেঠিতে গান্ধী পরিবার নিজের গড় হারাল, তা নিয়েই প্রকাশিত হয়েছে তিনটি প্রতিবেদন৷

[ আরও পড়ুন: দুই রোগীর নামে মিল, বিভ্রান্তির জেরে কানের বদলে হার্নিয়া অপারেশন]

পাকিস্তানের বিখ্যাত ‘ডন’ পত্রিকায় লেখা হয়েছে, ভোটের পর মোদি নিজের মুসলিম-বিরোধী, পাকিস্তান-বিরোধী ভাবমূর্তি স্বচ্ছ করবেন বলে আশা করা হচ্ছে৷ সাউথ চায়না মর্নিং পোস্টও কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরে মোদির জয় নিয়ে সংশয় প্রকাশ করেছে৷ বলা হচ্ছে, অর্থনীতির কোনও অগ্রগতি না থাকা সত্ত্বেও কেন ভারতবাসীকে মোদিকে ভোট দিলেন৷ কাজেই, এমনই নানা নেতিবাচক মন্তব্য নিয়েই বিদেশি সংবাদমাধ্যমগুলি বিঁধেছে মোদিকে৷ এর বিরোধিতা করে অনেকেই বলছে, দেশের মানুষের রায়কে এভাবে নেতিবাচক সমালোচনার মুখে ফেলে আসলে দেশবাসীকেই অপমান করতে চাইছে ওই বিদেশি পত্রিকাগুলি৷

The post ‘ভারতের আত্মার জন্য ক্ষতিকর’, মোদির জয়কে কটাক্ষ একাধিক বিদেশি সংবাদমাধ্যমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement