shono
Advertisement

বিতর্ক এড়াতে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের সিদ্ধান্ত বাংলাদেশের

বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত৷ The post বিতর্ক এড়াতে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের সিদ্ধান্ত বাংলাদেশের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:37 PM Nov 26, 2018Updated: 05:37 PM Nov 26, 2018

সুকুমার সরকার, ঢাকা: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো সিদ্ধান্ত নিল বাংলাদেশ নির্বাচন কমিশন৷ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠার আগেই বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ পাঠানোর  উদ্যোগ বাংলাদেশ প্রশাসনের৷ এরই অংশ হিসেবে স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে ভিসা প্রক্রিয়ার সরলীকরণ ও বিদেশিদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন৷

Advertisement

[আসন বণ্টন নিয়ে শরিকদের সঙ্গে দর কষাকষি আওয়ামি লিগের]

বিদেশি পর্যবেক্ষকরা যাতে খুব সহজে বাংলাদেশের পৌঁছতে পারেন, সেবিষয়ে নজর রাখতে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়া বিমানবন্দরে হেল্প ডেস্ক খোলা, দ্রুততার সঙ্গে পুলিশি ছাড়পত্র দেওয়ার ব্যবস্থাও থাকছে৷ একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়কে কমিশনের নির্দেশ , বিদেশি সাংবাদিকদের সহযোগিতার জন্য তথ্য সেল খুলতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসেননি৷ গত নির্বাচন নিয়েও বিতর্কের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ প্রশাসনকে৷ ফলে, এবার নির্বাচন ঘিরে কোনও বিতর্ক তৈরি না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের উদ্যোগ নিয়েছে।

[স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মুখোমুখি শেখ হাসিনা]

যেসব বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিক বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন, তাঁরা যে হোটেলে থাকবেন, সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। হোটেলের রুম ভাড়া, খাবার মূল্যও কম রাখা হবে বলে জানা গিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কভুক্ত দেশগুলির নির্বাচন কমিশনদের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার সদস্য প্রতিটি দেশ থেকে দু’জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাসোসিয়েশন অব এশিয়ান ইলেক্টোরাল অথরিটি, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডি (এডব্লিউইবি)-কেও। ইউরোপিয়ান ইউনিয়ন, ওআইসি ও কমনওয়েলথভুক্ত দেশগুলিকে আমন্ত্রণ জানিয়ে শীঘ্রই চিঠি দেওয়ার কথা রয়েছে৷

[মনোনয়ন পত্র তুলতে এসে ‘খুন’ বিএনপি নেতা]

বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, বিদেশি পর্যবেক্ষকদের আসতে যাতে কোনও ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয়, কমিশন সংশ্লিষ্ট দপ্তরকে সেই নির্দেশিকা জারি করেছে বলে খবর৷ গত নির্বাচনে মাত্র ৪ জন বিদেশি পর্যবেক্ষণ বাংলাদেশে যান৷ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ৫৯৩ জন বিদেশি, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ২২৫ জন বিদেশি, ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে বিদেশি ২৬৫ জন ও ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে ৫৯ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করে বলে ইসি সূত্রে জানা গিয়েছে৷

The post বিতর্ক এড়াতে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের সিদ্ধান্ত বাংলাদেশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement