shono
Advertisement

নির্বাচন হবে উৎসবের আবহে, ভারতে এসে কূটনীতিকদের আমন্ত্রণ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের

বাংলাদেশের নির্বাচনে আমেরিকা হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল।
Posted: 09:24 PM Nov 25, 2023Updated: 09:24 PM Nov 25, 2023

নন্দিতা রায়, নয়া দিল্লি: ভোটের দিনক্ষণ ঘোষণার পরে সরকারিভাবে দুই দেশের বিদেশ সচিবদের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে শুক্রবার। যা তাৎপর্যপূর্ণ। ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠকের পরে সেদিন বিকেলেই নয়াদিল্লির বাংলাদেশ (Bangladesh) হাই-কমিশনে প্রায় নব্বইটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা সারেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিদেশী কূটনৈতিকদের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশদে উল্লেখ করেছেন তিনি।

Advertisement

শনিবার বাংলাদেশ হাই কমিশনে সাংবাদিক বৈঠকে মোমেন বলেন, “সাংবিধানিক নিয়মের মধ্যে থেকেই বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হতে চলেছে। উৎসবের আবহেই সেখানে নির্বাচন হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রায় নব্বইটি দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলেছি। তাঁদেরকে আমন্ত্রণও জানিয়েছি।” এদিনের সাংবাদিক বৈঠকটি পরিচালনা করেন ভারতে বাংলাদেশের প্রেস মিনিষ্টার শাবান মাহমুদ।

 

 

ভারত সফরে এসে মোমেনের অন্য দেশের কূটনীতিকদের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আলোচনা এবং পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকা হস্তক্ষেপ করছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন সেখানকার সরকারের আভ্যন্তরীণ বিষয় এবং তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ভারত আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। এমনকী আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অন্য কেউ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক তা ভারত চায় না সেই বার্তাও দিয়েছিল। স্বাভাবিকভাবেই এদিনের সাংবাদিক বৈঠকে আমেরিকার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং কোনও দেশই তাদের আভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে তা পছন্দ করে না তা স্পষ্ট করে দিয়েছেন মোমেন। কোয়াত্রার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে আমেরিকার বিষয়ে আলোচনা হয়নি বলেও বার্তা দিয়েছেন তিনি।

মোমেন বলেছেন, “সাধারণত আমরা দ্বিপাক্ষিকে তৃতীয় দেশের কথা আলোচনা করি না। আর ভারত তাদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছেন।” তবে কূটনৈতিক মহলের মতে, মুখে আমেরিকার বিষয়ে আলোচনার কথা স্বীকার না করলেও ভারতের মাটিতে মোমেনের কর্মসূচি থেকেই বোঝা গিয়েছে, বাংলাদেশের পাশেই রয়েছে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement