সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি২০ সম্মেলনে যোগ দিতে শনিবার ব্রাজিলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ দিনের এই সফরে ব্রাজিলের পাশাপাশি প্রধানমন্ত্রী যাবেন আফ্রিকার নাইজেরিয়া ও গায়ানাতে। এই সফরে একাধিক বৈঠকে যোগ দেবেন নরেন্দ্র মোদি। কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
চলতি বছরের জি২০ শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে ব্রাজিলে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর একাধিক দেশের রাষ্ট্রনেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী সামিল হচ্ছেন এই বৈঠকে। সেই উদ্দেশে শনিবার দুপুরে রওনা দেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সফরে প্রথমে নাইজেরিয়া যাবেন প্রধানমন্ত্রী। বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বার্তা দেন, 'নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে নাইজেরিয়াতে এটি আমার প্রথম সফর। পশ্চিম আফ্রিকার দেশগুলির মধ্যে নাইজেরিয়া ভারতের অন্যতম বন্ধু দেশ। এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করবে।' উল্লেখ্য ১৭ বছর পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রনেতা পা রাখছেন নাইজেরিয়াতে।
সেখান থেকে হয়ে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে যাবেন নরেন্দ্র মোদি। জি২০ সম্মেলন সারার পর প্রধানমন্ত্রীর গন্তব্য হবে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা।আগামী ১৯ থেকে ২১ নভেম্বর গায়ানাতে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি ও সেখানকার সংসদে ভাষণ দেবেন তিনি। প্রসঙ্গত, ১৯৬৮ সালের পর এই দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখছেন গায়ানায়।
উল্লেখ্য, ২০২৩ সালে জি২০ শীর্ষবৈঠকের আয়োজক দেশ ছিল ভারত। গত বছরের ১০ নভেম্বর দিল্লিতে সেই বৈঠকের শেষে মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার হাতে আনুষ্ঠানিক ভাবে সভাপতিত্বের ‘গাভেল’ তুলে দেন। প্রথা মেনে এ বারের শীর্ষবৈঠকের আয়োজক দেশ ব্রাজিল। বৈঠকে বাণিজ্য এবং উন্নয়নের ক্ষেত্রে আন্তর্দেশীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আলোচনা হতে পারে ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়েও।