shono
Advertisement

Breaking News

‘কোনও ভুল করে থাকলে ক্ষমা করবেন, মনটা খারাপ হয়ে গেল’, বনগাঁর সভায় ব্যথিত মমতা

'প্রতিকূল পরিস্থিতিতে আমার মতো কাজ করে দেখালে পদত্যাগ করব', চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
Posted: 02:25 PM Dec 09, 2020Updated: 02:41 PM Dec 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমি যেভাবে, যত কাজ করি কেউ করে দেখান, সঙ্গে সঙ্গে পদত্যাগ করব,” গোপালনগরের সভা থেকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee )। আবারও সকলের সামনে তুলে ধরলেন বাংলার উন্নয়নের খতিয়ান। আশ্বাস দিলেন পাশে থাকার। কোনও ভুল হয়ে থাকলে তার জন্য এদিন ক্ষমা প্রার্থনাও করেন তিনি।

Advertisement

একুশের নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী। বুধবার গিয়েছিলেন বনগাঁর (Bangaon) গোপালনগরে। সেখানে দাঁড়িয়ে কর্মসংস্থায়-সহ রাজ্যবাসীর একাধিক দাবি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু চাই আর চাই। এটা চাই ওটা চাই।” এরপরই শান্ত ভঙ্গিতে তিনি বলেন, “বাংলায় যা যা হয়েছে তা আর কোথাও হয়নি। ফ্রি রেশন, বিনামূল্যে স্বাস্থ্য, শিক্ষা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পের পরও আপনারা একাধিক দাবি জানাচ্ছেন। আপনাদেরও বুঝতে হবে যে সরকারের একটা সীমাবদ্ধতা রয়েছে। আর্থিক ঘাটতি সত্ত্বেও বাংলায় যেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, তাতে সকলের বোঝা উচিত যে সরকারের কী পরিস্থিতি। আমার পক্ষে যতটা সম্ভব আমি করি। তাই কোনও আন্দোলনের প্রয়োজন নেই। শুধু আমার দপ্তরে চিঠি পাঠান। আমি সাধ্য মতো চেষ্টা করব।”

[আরও পড়ুন: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, উত্তপ্ত কোচবিহার]

এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, “যেভাবে আমি কাজ করছি। সেভাবে আর কারও পক্ষে সম্ভব নয়। কেউ করে দেখাতে পারলে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। শুধু একটাই আবেদন আমাকে দুঃখ দেবেন না।” এদিনের সভায় দাঁড়িয়ে সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃখপ্রকাশ করে বলেন, “কোনও ভুল করে থাকলে ক্ষমা করবেন, মনটা খারাপ হয়ে গেল।” এসবের মাঝেও সভা থেকে লাগাতার বিরোধী শিবিরকে কটাক্ষ করেন তিনি।

[আরও পড়ুন: যুবক খুনে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি, দফায় দফায় অবরোধ স্থানীয়দের, ফের উত্তপ্ত ঝাড়গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার