সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর উপর গার্হস্থ্য হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন অজি ব্যাটার মাইকেল স্ল্যাটারকে। কিন্তু শেষমেশ তাঁকে আর জেলে যেতে হল না। মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে কারাবাস এড়িয়ে যেতে সফল তিনি।
ঘটনাটা ঠিক কী? আসলে ৫২ বছরের প্রাক্তন অজি ব্যাটার স্ল্যাটারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। তাঁর উপর অত্যাচারের অভিযোগে গত অক্টোবর মাসে স্ল্যাটারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ডিসেম্বরে সেই প্রাক্তন স্ত্রীকেই বিভিন্ন মেসেজ করে বিরক্ত করে আইন অবমাননা করেন তিনি। ফলে আরও বিপাকে পড়েন অস্ট্রেলিয়ার এই নামী ক্রিকেটার। কিন্তু এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। মানসিক ভাবে অসুস্থতার কথা তুলে ধরেন স্ল্যাটার। অবশেষে আজ, বুধবার তাঁর মামলাটি সিডনি আদালতে পেশ করা হলে অসুস্থতার বিষয়টি উল্লেখ করে অভিযোগ খারিজ করে দেন বিচারক। জানানো হয়, এই অবস্থায় তাঁকে তিন সপ্তাহের জন্য মানসিক হাসপাতালে ভরতির নির্দেশ দেওয়া হয়।
[আরও পড়ুন: ‘পুলিশের গাফিলতিতেই হাঁসখালি ও বগটুই কাণ্ড’, আধিকারিকদের ভর্ৎসনা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর]
অজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বিচারক জানিয়েছেন গত ফেব্রুয়ারি থেকেই মানসিকভাবে অসুস্থ স্ল্যাটার। ওষুধও খাচ্ছেন। এমনকী থেরাপি ও কাউন্সেলিংও চলছে তাঁর। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন প্রাক্তন ক্রিকেটার। এমন পরিস্থিতিতে তাই তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। মানসিক অসুস্থতার জন্য তিনি এদিন আদালতে হাজিরাও দিতে পারেননি। আপাতত সিডনিরই একটি হাসপাতালে ভরতি তিনি। জানা গিয়েছে, গত ১০০ দিনের মধ্যে অন্তত পাঁচজন মনোবিদ দেখিয়েছেন তিনি।
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশের জার্সিতে মোট ৭৪টি টেস্ট খেলেছেন স্ল্যাটার। খেলেছেন ৪২টি আন্তর্জাতিক ওয়ানডে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু গত বছর তাঁকে ছেঁটে ফেলে সেভেন নেটওয়ার্ক।