সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ধর্ষণের দায়ে গ্রেপ্তার প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রবিনহো (Robinho)। দু’বছর আগে তাঁকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিল ইতালির আদালত। মোট ৯ বছর হাজতবাস করতে হবে এসি মিলানের প্রাক্তন ফুটবলারকে।
২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণ কাণ্ডে জড়িয়ে যায় রবিনহোর নাম। মিলানের নাইট ক্লাবে এক আলবেনীয় মহিলাকে ধর্ষণে অভিযুক্ত ছিলেন তিনি। ২০১৭ সালে ইতালির আদালতে দোষী সাব্যস্ত করা হয় রবিনহোকে। সেই আদেশ ব্রাজিলেও কার্যকর করার অনুরোধ জানায় তারা। এতদিন ব্রাজিলে নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন ৪০ বছরের প্রাক্তন তারকা। কিন্তু এবার তাঁকে জেলে যেতে হবে। ইতালির আদালতের রায়ে সম্মতি জানিয়েছে ব্রাজিলের সরকারও। যদিও ব্রাজিলের জেলেই সাজা কাটাবেন রবিনহো।
[আরও পড়ুন : ‘সহজ সুযোগ নষ্ট করে ম্যাচ কঠিন করে তুললাম আমরা’, আফগানদের বিরুদ্ধে ড্র করে হতাশ স্টিমাচ]
তাঁর উত্থান ব্রাজিলের ফুটবল ক্লাব স্যান্টোসের জার্সিতে। ২০০২ সালে অভিষেকের পর আর ফিরে তাকাতে হয়নি। পরের বছরই ডাক আসে ব্রাজিলের জাতীয় দলে। একশোটি ম্যাচে ব্রাজিলের হয়ে ১৮টি গোল করেছেন রবিনহো। ২০০৫ সালে যোগ দেন স্পেনের রিয়াল মাদ্রিদে। তার পর খেলেছেন ম্যাঞ্চেস্টার সিটি ও এসি মিলানের হয়ে। ইতালির ক্লাবে খেলার সময়ই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হন রবিনহো। তার পরই ফিরে আসেন ছোটবেলার ক্লাবে।
[আরও পড়ুন : ইয়র্কারে শান দিচ্ছেন স্টার্ক, অজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ?]
সম্প্রতি আরেক ব্রাজিলীয় ফুটবলার দানি আলভেসও গ্রেপ্তার হয়েছেন ধর্ষণের অভিযোগে। প্রায় ১০ কোটি টাকা জরিমানার বদলে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। এবার রবিনহোরও ঠিকানা হল গারদে।