সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপি কালচার, যা দূর করার জন্য শুরু থেকেই বদ্ধ পরিকর মোদি সরকার, অন্তত সরকারি বিজ্ঞাপন থেকে শুরু করে বেশ কিছু উদ্যোগে তেমনটাই মনে হয়। কিন্তু সরকার যতই চেষ্টা করুক, নেতা-মন্ত্রীরা বা তাদের ছেলেমেয়েরা যে শিক্ষা নিচ্ছেন না তা আরও একবার প্রমাণিত হল রাজধানীর বুকে। প্রকাশ্যে পাঁচতারা হোটেলের সামনে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা গেল প্রাক্তন সাংসদের ছেলেকে।
[নাবালক রাজাকে ফাঁকি দিয়ে কোহিনূর ‘ছিনতাই’ করেছিল ইংরেজরা!]
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাঁচতারা হোটেলের সামনে এক যুগলকে বন্দুক হাতে ধমকাচ্ছেন এক যুবক। বিশেষ করে মহিলা সঙ্গীটিকে অশ্লীল ভাষায় গালিগালাজও করছেন তিনি। প্রথমে ওই ব্যক্তিটিকে শনাক্ত করতে পারেনি দিল্লি পুলিশ, পরে জানা যায় ওই যুবক আর কেউ নন, উত্তরপ্রদেশের প্রাক্তন বিএসপি সাংসদ রাকেশ পাণ্ডের ছেলে আশিস পাণ্ডে। নিজের বান্ধবীদের নিয়ে দিল্লির ওই পাঁচতারা হোটেলের মহিলা ওয়াশরুমে ঢুকতে চেয়েছিলেন তিনি। বাধা দেন ওই মহিলা। রাগের বশে সঙ্গে সঙ্গে বন্দুক বের করে মহিলাকে ভয় দেখাতে থাকেন আশিস। ভিডিওতে দেখা যাচ্ছে আশিস বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং তাঁর মহিলা সঙ্গীরা অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন প্রতিবাদী মহিলাকে। এরপর অবশ্য, হোটেলের নিরাপত্তারক্ষীরা আশিসকে শান্ত করে।
[ভোটর মুখে মধ্যপ্রদেশে মন্দির যাত্রা শুরু রাহুলের, সারলেন প্রচারও]
খোদ রাজধানীর বুকে এই ঘটনায় হতভম্ব অনেকেই। দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল। প্রকাশ্যে গুন্ডার মতো আচরণ করেও কেন লঘু ধারায় অভিযুক্ত হলেন আশিস তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকে অভিযোগ করছিলেন প্রাক্তন সাংসদের ছেলে বলেই পার পেয়ে যাচ্ছেন আশিস। পরে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপে আশিসের বিরুদ্ধে কড়া ধারায় মামলা করা হয়।
The post প্রকাশ্যে বন্দুক হাতে মহিলাকে হুমকি প্রাক্তন সাংসদের ছেলের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.