সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর সাতটা ডার্বিতে (Kolkata Derby) হার! শেষ কবে ইস্টবেঙ্গলের এরকম খারাপ ফলাফল হয়েছে অনেকেই মনে করতে পারছেন না। কর্তারা বলছেন, ইস্টবেঙ্গলের জার্সি পরতে গেলে মস্তান হতে হয়। কিন্তু মাঠের ভেতর দেখা যাচ্ছে ঠিক উল্টো। টানা সাত সাতটা ডার্বিতে হারতে হয়েছে লাল-হলুদ বাহিনীকে। আইএসএল (ISL) পূর্ববর্তী সময়ে এরকম ফলাফল হলে ক্লাব চত্বরে বিক্ষোভ শুরু হয়ে যেত। বিক্ষোভ এখনও হয়। তবে তা সোশ্যাল মিডিয়ায়।
মাঠের ভিতর লাল-হলুদ জার্সিতে মস্তানির বদলে বরং টানা সাতটা ডার্বিতে আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে ফুটবলারদের। আর এই ব্যাপারটাই ভীষণ ভাবে ব্যথিত করছে লাল-হলুদের (East Bengal) কিছু প্রাক্তন ফুটবলারকে। যাঁরা শনিবারও যুবভারতী গিয়েছিলেন প্রিয় দলের জয় দেখার জন্য। শেষ পর্যন্ত মোহনবাগানের কাছে ওভাবে হার দেখে আর থাকতে পারছেন না কিছু প্রাক্তন ফুটবলার। শনিবার ম্যাচ শেষে যুবভারতীতে বসেই তাঁরা আলোচনা করেন, কিছু একটা প্রতিবাদ অবশ্যই করতে হবে।
[আরও পড়ুন: গুজরাটের সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ফৌজদারি তদন্তের নির্দেশ রাজ্য সরকারের]
এটা ঠিক যে, বিদেশি ফুটবলারকে সই করানোর জন্য সঞ্জীব গোয়েঙ্কা যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন, ইমামি গ্রুপ বিদেশি ফুটবলার রিক্রুটের জন্য সেরকম অর্থ খরচ করেননি। এই নিয়ে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের ঘনিষ্ঠ মহলে বেশ হতাশাও রয়েছে। কিন্তু কোচ হিসেবে যেহেতু তিনি চুক্তিবদ্ধ, তাই প্রকাশ্যে এনিয়ে মুখ খুলছেন না। তবে আর চুপ থাকবেন না বলে ঠিক করেছেন ইস্টবেঙ্গলের বেশ কিছু প্রাক্তন ফুটবলার।
তাঁরা ঠিক করেছেন, সাংবাদিক সম্মেলন করে দলের এই পারফরম্যান্স নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেবেন তাঁরা। সঙ্গে দাবি জানাবেন, ভাল ফুটবলার রিক্রুট করার জন্য। প্রাক্তন ফুটবলাররা মনে করছেন, এখনও সময় আছে। ভাল বিদেশি এনে বর্তমান দলের কয়েকজন বিদেশি ফুটবলার বদল করতে পারলে, হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। এসবই সাংবাদিক সম্মেলনে তুলে ধরবেন তাঁরা।