সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে ক্রিকেট বিশ্বকাপ। এবার ঘরের মাঠে হবে মেগা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলছেন, একজন কব্জির স্পিনারের দরকার দলে।
কার কথা বলছেন সৌরভ? দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিসিসিআই-কে। সৌরভ বলছেন, ”রবি বিষ্ণোই, কুলদীপ যাদবের মতো স্পিনার রয়েছে ঠিকই। তবে চাহালের দিকে নজর রাখতেই হবে। ২০ ওভার হোক বা পঞ্চাশ ওভার, ছোট ফরম্যাটে ধারাবাহিকতা দেখিয়েছে চাহাল। ওর দিকে বিশেষ নজর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।বড় টুর্নামেন্টে ও দলে জায়গা পায় না।”
[আরও পড়ুন: আমেরিকায় ভারতীয় দূতাবাস জ্বালিয়ে দিল খলিস্তানিরা, নিশানায় কূটনীতিবিদরা]
একজন রিস্ট স্পিনারকে দলে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন সৌরভ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে একজন কব্জির স্পিনারের খুবই দরকার। সৌরভ বলছেন, ”অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় খেললে একজন রিস্ট স্পিনার পার্থক্য গড়ে দিতে পারে। ২০১১ সালে পীযূষ চাওলা ছিল। ভাল বোলিং করেছিল।” ২০০৭ সালের প্রসঙ্গ উত্থাপ্পন করে সৌরভ বলেন, ”২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম আমরা। ফাস্ট বোলারদের সঙ্গে রিস্ট স্পিনার দলে ছিল। ভারতীয় কন্ডিশনে একজন রিস্ট স্পিনার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি।”
উল্লেখ্য, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করছে ভারত।