shono
Advertisement

প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াদেকর, শোকস্তব্ধ ক্রিকেট মহল

টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। The post প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াদেকর, শোকস্তব্ধ ক্রিকেট মহল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:03 AM Aug 16, 2018Updated: 12:50 AM Aug 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের রাতে খবরটা এল অপ্রত্যাশিতভাবেই। প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াদেকর। দীর্ঘরোগ ভোগে ৭৭ বছর বয়সে বিদায় নিলেন তিনি।

Advertisement

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর। অবশেষে বুধবার মুম্বইয়ের জসলোক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন অজিত ওয়াদেকর। তাঁর প্রয়াণে শোকাহত ক্রিকেটমহল। টুইটারে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।।

[ইয়ো-ইয়ো টেস্টে বিরাটকেও পিছনে ফেললেন হকি তারকা সর্দার সিং]

 

১৯৬৬ সালে ঘরের মাঠ মুম্বইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে অভিষেক হয়েছিল বাঁ-হাতি ব্যাটসম্যানের। কেরিয়ারে ৩৭টি টেস্ট খেলেছেন। ঝুলিতে ভরেন ২১১৩ রান। তবে অধিয়ানক হিসেবে সর্বোচ্চ সাফল্য আসে ১৯৭১ সালে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ভারতের নাম উজ্জ্বল হয়েছিল তাঁর হাত ধরেই। শুধু তাই নয়, ১৯৭৪ সালে ভারতের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে দলেরও সদস্য ছিলেন। মোট দুটি ওয়ানডে খেলেছেন তিনি। তবে বাইশ গজকে বিদায় জানানোর পরও দীর্ঘদিন যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। সফল অধিনায়কের পাশাপাশি কোচ এবং নির্বাচন কমিটির চেয়ারম্যানের ভূমিকাও পালন করেছেন। খুব কম ক্রিকেটারই এই বিরল কৃতিত্বের অধিকারী। ৯০-এর দশকে কোচ হিসেবে ভারতীয় দলে নিজের অবদান রেখেছিলেন মুম্বইকর। সে সময় টিম ইন্ডিয়ার নেতৃত্বে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।

তাঁর কৃতিত্বকে সম্মান জানিয়ে ১৯৬৭ সালে অর্জুন এবং ‘৭২-এ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় কিংবদন্তি ক্রিকেটারকে। এছাড়াও ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য সিকে নায়ডু জীবন কৃতী সম্মানও পান ওয়াদেকর। তাঁর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ সকলেই।

[OMG! আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাট-সহ সব ব্যাটসম্যানই এক নম্বরে!]

The post প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াদেকর, শোকস্তব্ধ ক্রিকেট মহল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার