সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সেই আইপিএল ফাইনালের দিনই। মার্কিন মুলুকে ক্রিকেট খেলতে যাবেন তিনি। সেই খবরও প্রকাশিত হয়েছে। আম্বাতি রায়ডু (Ambati Rayudu) ফের শিরোনামে। এবার খবর, তিনি নাকি রাজনীতিতে নামবেন। লোকসভা নির্বাচনে লড়ার চিন্তাভাবনাও তিনি করছেন বলে খবর।
সম্প্রতি রায়ডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে দু’ বার সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পর থেকেই রায়ডু খবরে। জগন ওয়াইএসআরসিপি-র প্রধান। তাঁর দলের টিকিটেই নির্বাচনে নামবেন রায়ডু।
[আরও পড়ুন: ৫৪৬ রান! টেস্টে শতাব্দীর সবচেয়ে বড় জয় বাংলাদেশের, ইতিহাসে লিটনরা]
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জগন নিজেই চান রায়ডু যেন পরবর্তী লোকসভা নির্বাচনে লড়েন। তবে বিধানসভা না লোকসভা নির্বাচনে দাঁড়াবেন রায়ডু, তা এখনও স্থির নয়। প্রতিবেদন অনুযায়ী, পার্টির বর্ষীয়ান নেতারা মনে করেন, বিধানসভা নির্বাচনের জন্য রায়ডু পোন্নুর বা পশ্চিম গুন্টুর কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন। আর লোকসভা নির্বাচনে মছলিপত্তনম কেন্দ্র বেছে নিতে পারেন তিনি।
মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে প্রশংসা করে রায়ডু বলেছেন, ”রাজনীতিতে তরুণদের প্রবেশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি বড় অনুপ্রেরণা। নিজস্ব এলাকায় কেবলমাত্র মনোনিবেশ না করে সমস্ত এলাকার উন্নয়নের দিকে নজর দেন মুখ্যমন্ত্রী।” উল্লেখ্য, ২০২৩ সালের আইপিএল ফাইনালের বল গড়ানোর আগে আম্বাতি রায়ডু জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্যাট-প্যাড তুলে রাখবেন। ক্রিকেট আর খেলবেন না। আমেরিকায় তিনি মেজর লিগ ক্রিকেট খেলতে যাবেন। এর মধ্যেই খবর, রাজনীতিতে নতুন ইনিংস শুরু করবেন রায়ডু।
[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত করা যায়নি ৮১ দেহ, DNA রিপোর্টের অপেক্ষায় পরিবার]