সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। দক্ষিণ আফ্রিকা ২০ লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। দক্ষিণ আফ্রিকা ২০ লিগে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন দীনেশ কার্তিক।
উল্লেখ্য, ২০২৪-এর আইপিএল-এর পরেই সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন কার্তিক। দক্ষিণ আফ্রিকা ২০ লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষিত হওয়ার পরের দিনই কার্তিক ঘোষণা করেন যে ক্রিকেটে ফের ফিরতে চলেছেন তিনি।
[আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশে সমস্যা ক্রিকেটেও, পিছিয়ে গেল মুশফিকুরদের পাকিস্তান সফর]
উল্লেখ্য, আগামী বছরের ৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা২০ লিগ শুরু হবে। আইপিএলের পরে এটাই তাঁর প্রথম কোনও টুর্নামেন্ট। দীনেশ কার্তিককে বলতে শোনা গিয়েছে, ''দক্ষিণ আফ্রিকায় খেলা এবং সেই দেশ সফরে আসার অনেক সুন্দর অভিজ্ঞতা রয়েছে আমার। আবার যখন সুযোগ এসে গেল, তখন আমি না বলতে পারিনি। অবসর ভেঙে প্রত্যাবর্তন ঘটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা কতটা স্পেশাল, তা আমার জানা। রয়্যালসের হয়ে টুর্নামেন্টটা আমি জিততে চাই।''
রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গকারা ভারতীয় উইকেট কিপারের অগাধ অভিজ্ঞতার উপরে জোর দিয়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, ''দীনেশ সাদা বলের ক্রিকেটে আধুনিক সময়ের অন্যতম সেরা, কার্তিকের অভিজ্ঞতার ভাণ্ডার আমাদের দলগঠনে অবদান রাখবে বলেই আমার বিশ্বাস। কার্তিক যে কোনও দলেরই সম্পদ। বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছে কার্তিক।''