shono
Advertisement
Naman Ojha

কোটি টাকার বেশি আর্থিক তছরুপ! সাত বছরের জেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বাবার

ব্যাঙ্কের টাকা আর্থিক তছরুপের ঘটনায় সাজা পেয়েছেন আরও তিনজন।
Published By: Arpan DasPosted: 02:49 PM Dec 25, 2024Updated: 02:49 PM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপের দায়ে সাত বছরের জেলের সাজা হল ভারতের প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবার। ২০১৩ সালে ব্যাঙ্কে চাকরি করার সময় ১.২৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল নমনের বাবা বিনয় ওঝা-সহ আরও তিনজনের নাম জড়িয়েছিল। ১১ বছর পর সাজা পেলেন এছাড়া আরও চারজন।

Advertisement

জৌলখেদা গ্রামের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে কাজ করতেন বিনয়। এই গ্রামটি মুলতাই থানার অন্তর্গত বেতুল এলাকায় অবস্থিত। ২০১৩ সালে ১.২৫ কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনা জানা যায়। প্রাথমিকভাবে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই অনুযায়ী তদন্ত চালায় পুলিশ। অবশেষে মঙ্গলবার মুলতাই অ্যাডিশনাল সেশনস কোর্টের রায়ের দোষী সাব্যস্ত হন বিনয় ওঝা-সহ আরও তিনজন।

ওই ঘটনার সময় বিনয় ব্যাঙ্কের শাখা ম্যানেজার ছিলেন। তাঁর ৭ বছরের কারাদণ্ড হয়েছে। সঙ্গে ৭ লক্ষ টাকা জরিমানাও হয়েছে। এই ঘটনার মূল চক্রী সাব্যস্ত করা হয়েছে অভিষেক রত্নম নামের এক ব্যক্তিকে। ১০ বছরের কারাবাসের সাজার তাঁকে সঙ্গে ৮০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। বাকি দুজনের ৭ বছরের জেলের সঙ্গে ৭ লক্ষ টাকা জরিমানা হয়েছে। সবাইকেই এদিন জেলে পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে সরকারি আইনজীবীর বক্তব্য, "তদন্তে ধরা পড়ে ব্যাঙ্ক আধিকারিকের পাসওয়ার্ড ব্যবহার করে টাকা হাতানো হয়েছে।" আইনজীবী বিশাল কোদালে বলেন, "অভিষেক রত্নম ও বিনয় ওঝা এজেন্টের মাধ্যমে ফেক অ্যাকাউন্ট খুলে ১.২৫ টাকা তছরুপ করেন।" নমন ভারতের হয়ে একটি টেস্ট, একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন তিনি অবসর নিয়েছেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্থিক তছরুপের দায়ে সাত বছরের জেলের সাজা হল ভারতের প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবার।
  • ২০১৩ সালে ব্যাঙ্কে চাকরি করার সময় ১.২৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল নমনের বাবা বিনয় ওঝা-সহ আরও তিনজনের নাম জড়িয়েছিল।
  • ১১ বছর পর সাজা পেলেন এছাড়া আরও চারজন।
Advertisement