shono
Advertisement

৩০০ কোটির ঘুষ মামলায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপালকে সমন CBI-এর

কিছু বিষয় নিয়ে সিবিআই আধিকারিকদের ধোঁয়াশা রয়েছে। সেই নিয়েই প্রশ্ন করা হবে তাঁকে।
Posted: 07:02 PM Apr 21, 2023Updated: 10:39 PM Apr 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে এবার সমন পাঠাল সিবিআই। রিলায়েন্সের বিমা দুর্নীতিতে ৩০০ কোটির ঘুষ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল তাঁকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ। 

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই’কে সত্যপাল জানিয়েছেন, দিল্লির আকবর রোড গেস্টহাউসের কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। কিছু বিষয় নিয়ে সিবিআই আধিকারিকদের ধোঁয়াশা রয়েছে। সেসব প্রশ্নের উত্তর দিতেই ২৮ এপ্রিল তলব। আপাতত তিনি রাজস্থানে যাচ্ছেন। তাই সিবিআইকে ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে সময় দিয়েছিলেন। 

[আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার? পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত, মেনে নিল পাক বোর্ড]

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের জন্য একটি মেডিক্যাল স্কিম চালু করে রিলায়েন্স। এই মামলায় অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল বিমা এবং ত্রিনিতি রিইনসিওরেন্স ব্রোকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। ২০১৮ সালে সেখানকার রাজ্যপাল থাকাকালীন তিনি সেই সংক্রান্ত চুক্তি বাতিল করেছিলেন সত্যপাল। বিমা স্কিমটিতে গরমিলের অভিযোগ তুলেছিলেন তিনি। তারপরই গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ করে কেন্দ্রীয় সংস্থা।

[আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার? পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত, মেনে নিল পাক বোর্ড]  

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এবং সংঘ পরিবারকে নিশানা করে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিলেন সত্যপাল (Satya Pal Malik)। দু’দিন কাটতে না কাটতেই ‘পুরস্কার’ পান কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। তাঁকে মানহানির নোটিস পাঠান RSS নেতা রাম মাধব। RSS নেতার অভিযোগ, সত্যপাল মালিক সংঘ এবং তাঁর নামে মিথ্যাচার করেছেন। পুলওয়ামা নিলেও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। আর তার পরই তাঁকে রিলায়েন্সের বিমা দুর্নীতি মামলায় সমন পাঠানো হল। কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলার ‘শাস্তি’? উঠছে প্রশ্ন।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement