shono
Advertisement

স্বাস্থ্য বিমার টাকা নিয়ে তছরুপ, জয়া প্রদাকে ৬ মাসের হাজতবাসের সাজা শোনাল চেন্নাইয়ের আদালত

৫ হাজার টাকার জরিমানাও দিতে হবে জয়া প্রদাকে।
Posted: 09:10 AM Aug 12, 2023Updated: 09:10 AM Aug 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী ও সাংসদ জয়া প্রদা। বেশ পুরনো একটি মামলায় জয়া প্রদাকে ছ’মাসের জেল হেফাজত ও ৫ হাজার টাকার জরিমানার সাজা শোনাল চেন্নাইয়ের একটি আদালত। শুধু জয়া নয়, এই মামলায় জয়ার দুই ব্যবসায়ীক সহযোগীকে রাম কুমার এবং রাজা বাবুকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত।

Advertisement

[আরও পড়ুন: টিউবঅয়েল নয়, এবার ল্যাম্পপোস্ট তুলে পেশিশক্তির আস্ফালন! কেমন হল সানির ‘গদর ২’?]

খবর অনুযায়ী, বেশ কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া প্রদা। সিনেমা হল কেনার বিষয়ে জয়ার সহযোগী ছিলেন রাম ও রাজা। কিন্তু একটানা লোকসান হওয়ায় ওই হলটি তাঁরা বন্ধ করতে বাধ্য হন। ঠিক এই ঘটনার পরেই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি। তার জেরেই ব্যাপক বিতর্কের মুখে পড়েন জয়া। সরকারি ভাবে লিখিত জয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ওঠে। সেই পুরনো মামলাতেই এবার সাজা ঘোষণা হল জয়ার বিরুদ্ধে।

[আরও পড়ুন: লজ্জার বোঝা কাঁধ থেকে ঝেড়ে ফেলে সত্যের নগ্নতা দেখাল অক্ষয়-পঙ্কজের ‘OMG 2’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement