সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত পিছিয়েই চলেছে পাকিস্তান ক্রিকেট। পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ থেকে হতাশাজনক পারফরম্যান্স করে বিদায় নিয়েছিলেন বাবর আজমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই। নক আউট পর্যায়ে পৌঁছতেই পারেননি বাবররা। তার পর পাক মুলুকে ক্রিকেটারদের তুমুল সমালোচনা শুরু হয়।
এই প্রেক্ষিতে প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ ভারত ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে তুলনা করেছেন। ভারত কেন এগিয়ে চলেছে এবং পাকিস্তান কেন পিছিয়ে পড়ছে, সেই তুলনা করেন রশিদ লতিফ। এক নিউজ চ্যানেলে প্রাক্তন পাক উইকেট কিপার বলেছেন, ''ভারত ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ক্রিকেট ইন্ডাস্ট্রির উন্নয়ন ঘটিয়েছে। সেখানে ক্রিকেটকে আমরা এখনও শখ হিসেবেই দেখছি। সেই জন্যই আমরা এটাকে ব্যবসায় রূপ দিতে পারছি না।''
[আরও পড়ুন: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! কোপার শেষ পর্ব হয়তো দূরদর্শনে]
আইপিএল ও পিএসএলের মধ্যে তুলনা করেছেন রশিদ লতিফ। প্রাক্তন পাক উইকেট কিপার বলেছেন, ''পিএসএল শুরু হয়েছিল ঠিক যে জায়গা থেকে, সেখানেই তা পড়ে রয়েছে। সর্বোচ্চ বেতনসীমা ১ লক্ষ ৪০ হাজার ডলার। এর বেশি আর বাড়ছে না। মিচেল স্টার্ক বা প্যাট কামিন্সের মতো খেলোয়াড় আমরা পাচ্ছি না। আমাদের অর্থ নেই, তাই ব্যবসাও নেই।''
ক্রিকেটে ভারতের এই উন্নতির পিছনে অবশ্য অন্য কারণ দেখছেন রশিদ লতিফ। তিনি বলেছেন, ''ভারত সবেমাত্র যে বিশ্বক্রিকেটের শক্তিশালী দল হয়ে উঠেছে এমন নয়। ২০০৭, ২০১১ এবং ২০১৫, বিদেশি কোচদের কাছ থেকে অনেক কিছু শিখেছে ভারতের ক্রিকেটাররা। ক্রিকেটার তোলার কাজও করেছে।'' রশিদ লতিফ আরও বলেন, বিশ্বমানের সব প্রাক্তন ক্রিকেটাররাও আইপিএলে রয়েছেন। সব দিক বিবেচনা করলে ভারতের ক্রিকেট এগিয়ে চলেছে।