shono
Advertisement

গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ

তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। The post গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:41 AM Jun 27, 2019Updated: 10:41 AM Jun 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে আওয়ামি লিগ নেত্রীকে কুপিয়ে খুন, ছড়াল চাঞ্চল্য]

বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় জর্জরিত ৯৩ বছর বয়সী এরশাদ গত কয়েক মাস ধরেই শয্যাশায়ী। জাতীয় পার্টির (জাপ) চেয়ারম্যান তথা সংসদের বিরোধী দলনেতা এরশাদের শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে হাসপাতাল সূত্রে খবর। রক্তে হিমোগ্লোবিন তৈরি না হওয়া, লিভারের সমস্যার মতো একাধিক জটিলতায় ভুগছেন তিনি। এর মধ্যে মঙ্গলবার বিকালে কাঁপুনি দিয়ে তাঁর প্রচণ্ড জ্বর আসে। সঙ্গে সঙ্গে সিএমএইচে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে কয়েক ঘণ্টা থেকে রাতে আবার বারিধারার বাসভবনে ফেরেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

বুধবার সকালে এরশাদের শারীরিক অবস্থায় ফের অবনতি হতে শুরু করে। তারপর তাঁকে ফের সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভরতি। তাঁর নিউমোনিয়ার আশঙ্কা করা হচ্ছে। এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল হাসপাতাল থেকে জাপ-এর মহাসচিব মসিউর রহমান রঙ্গা জানিয়েছেন, এরশাদের অবস্থা খুব একটা ভাল নয়। গায়ে প্রচণ্ড জ্বর। চিকিৎসকরা কাউকেই ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। অন্য কক্ষে টিভি স্ক্রিনে তাঁর অবস্থা দেখানো হচ্ছে সমর্থকদের। রঙ্গা আরও বলেন, ‘অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা চলছে।’

উল্লেখ্য, আওয়ামি লিগের উল্কার গতিতে উত্থান ও বিএনপি-র প্রবল রক্তক্ষরণের বাংলাদেশের রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এরশাদের দল জাতীয় পার্টি। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের অনাস্থার প্রমাণ পেয়েছে ‘জাপ’। ফল ঘোষণার পর প্রথমে শেখ হাসিনার জোটে শামিল হওয়ার কথা ঘোষণা করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে ‘আনপ্রেডিক্টেবল ম্যান’ হিসেবে পরিচিত এরশাদ৷

[আরও পড়ুন: মানব পাচার রুখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ, পুলিশের গুলিতে খতম ৩ পাচারকারী]

 

The post গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement