সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারতের হারের পরে কেটে গিয়েছে কয়েকটা দিন। কিন্তু হৃদয়বিদারক হার নিয়ে কাটাছেঁড়া চলছেই। এবার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার অ্যান্ডি রবার্টস (Andy Roberts) ওভাল বিপর্যয়ের কারণ হিসেবে ভারতীয়দের ‘দম্ভ’, ‘ঔদ্ধত্য’ এবং ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’কে দায়ী করেছেন।
আইপিএল ও দেশ নিয়ে বিতর্ক চলছে। এই প্রেক্ষিতে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা রবার্টস বলছেন, ”ঔদ্ধত্য ভারতীয় ক্রিকেটকে গ্রাস করেছে এবং তা দিয়ে অবশিষ্ট বিশ্বকে খাটো চোখে দেখতে শুরু করে দিয়েছে ভারত। টেস্ট ক্রিকেট না সীমিত ওভারের ক্রিকেট, ভারতীয়রা কোন ফরম্যাটকে গুরুত্ব দেবে সেটা স্থির করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট চলবে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট ও বলের কোনও লড়াই নেই।”
[আরও পড়ুন: দলীপ ট্রফি খেলবেন না ঈশান কিষান, জুনিয়রদের জন্য জায়গা ছাড়লেন ঋদ্ধিমানও]
ওভাল টেস্টে ভারতের বিপর্যয়ের কারণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা আইপিএল-কে দুষছেন। অতিরিক্ত আইপিএল খেলার প্রভাব পড়েছে টেস্ট ক্রিকেটে। চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল তিন উইকেটে ১৬৪ রান। কিন্তু পঞ্চম দিনে ভারত সাত উইকেট হারায় ৭০ রানে। রবার্টস বলছেন, ”আমি আশা করেছিলাম ভারত ব্যাটিং শক্তি প্রদর্শন করবে। ফাইনালে ভারতের ব্যাটিংয়ে আমি উজ্জ্বল কিছু দেখতে পাইনি। অজিঙ্কে রাহানে কঠিন লড়াই করেছে। হাতে আঘাত পেয়েছিল। যখন শুভমান গিল শট খেলতে শুরু করে, তখন ওকে ভাল লেগেছে। কিন্তু ও লেগ স্টাম্পে দাঁড়িয়ে ব্যাট করে। বোল্ড বা কট বিহাইন্ড হয়। গিল ভাল ব্যাটসম্যান কিন্তু বলের পিছনে এসে ব্যাট করতে হবে। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দুরন্ত একটা বলে আউট হতে হয় কোহলিকে। ভারতীয় দলে ভাল ব্যাটসম্যানের অভাব নেই কিন্তু দেশের বাইরে গিয়ে ভাল পারফরম্যান্স করতে পারেনি তারা।”
যে কোনও টুর্নামেন্টে প্রত্যাশা জাগিয়ে শুরু করে ভারত। কিন্তু মোক্ষম সময়ে ভারতীয় দল বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের ভরাডুবি ঘটেছে। বারবার আইসিসি টুর্নামেন্টের আসল সময়ে এসে ভারত চোক করে যায়। কবে এই চোকার্স বদনাম ঘুঁচবে? ভারতীয় ক্রিকেটে এটাই এখন বড় প্রশ্ন।