shono
Advertisement

SUCI ব্রিগেড সমাবেশই অনুপ্রেরণা, লোকসভা ভোটের প্রাক্কালে পথে নামছে ফরওয়ার্ড ব্লক

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনেই প্রচারের কাজ, জানালেন রাজ্য সম্পাদক নরেন চট্টোপা‌ধ্যায়।
Posted: 12:37 PM Aug 11, 2023Updated: 03:01 PM Aug 11, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসইউসিআই (SUCI) ব্রিগেড করেছে দেশজুড়ে কর্মী-সমর্থকদের ডেকে এনে। সমাবেশ এসইউসির হলেও তাতে আলোড়ন পড়েছে সিপিএমের অন্দরে। নানা ছলে তারা এসইউসিকে আক্রমণ শানিয়েছে। এর মধ্যেই উৎসাহী বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক। লোকসভা ভোটকে (Lok Sabha Election 2024) মাথায় রেখে পথে নামছে তারা।

Advertisement

৫ আগস্ট ব্রিগেড সমাবেশ ছিল এসইউসিআইয়ের। ফরওয়ার্ড ব্লকের (Forward bloc) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়িত করতে পরদিনই রাজ‌্য কমিটির বৈঠক বসে তাদের। দিন তিনেকের আলোচনায় ঠিক হয় ‘ঘরে ঘরে নেতাজি’ স্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর থেকেই কর্মসূচি শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সবমিলিয়ে দলমত নির্বিশেষে ৫ লক্ষ পরিবারের কাছে যাওয়া হবে। পরিবার পিছু ১০ টাকা করে চাঁদা চাওয়া হবে। দলের রাজ‌্য সম্পাদক নরেন চট্টোপা‌ধ‌্যায়ের কথায়, “পশ্চিমবঙ্গে ৫ লক্ষ পরিবারের কাছে পৌঁছব আমরা। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি।”

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: স্বপ্নদীপের মৃত্যুতে খুনের মামলা দায়ের বাবার, হস্টেলের ভূমিকা নিয়ে প্রশ্ন]

কিন্তু এসইউসির ব্রিগেডের পরপরই তারা উৎসাহী হয়ে এমন কর্মসূচি নিয়েছে, তা মানতে নারাজ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। দলের সম্পাদক নরেনবাবুর কথায়, “ওরা একটা সমাবেশ করেছে। তাতে অনেক মানুষকে হাজির করিয়েছে। কিন্তু তার সঙ্গে আমাদের কী সম্পর্ক? আমাদের কর্মসূচি তো কেন্দ্রীয় কমিটিতেই ঠিক হয়ে গিয়েছে। সেটাই বাস্তবায়িত করা হচ্ছে।” প্রশ্ন আরেকটি জায়গায়। দলমত নির্বিশেষে যখন রাজ্যের পরিবারগুলির কাছে যাওয়া হবে, সেক্ষেত্রে তো রাজ্যের শাসকদল, বিরোধী সমস্ত দলই তালিকায় থাকবে। “থাকবে, তাতে কী?” নরেনবাবুর সংযোজন, “একটা পরিবারে নানা দলের মতে বিশ্বাসী মানুষ থাকেন। তাঁদের সকলের কাছে যাওয়া মানে কি আলাদা করে কোনও দলের কাছে যাওয়া?”

[আরও পড়ুন: পঞ্চায়েতে রাম-বাম বোর্ড! দুই জেলায় সিপিএমের সমর্থন নিয়ে ক্ষমতায় বিজেপি]

দলের একটি মহলের বক্তব‌্য, এই কর্মসূচির ক্ষেত্রে লোকসভা ভোটের কথাও মাথায় রাখা হয়েছে। কোচবিহার, পুরুলিয়া আর বারাসত – এই ৩টি লোকসভা কেন্দ্র সিপিএম (CPM) বরাবরই ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেয়। সে কথা মাথায় রেখেই প্রচারের (Campaign) একটা পর্ব শুরু করে দেওয়া হচ্ছে। দলের এক রাজ‌্যনেতার কথায়, যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে মানুষের কাছেই তো যাওয়া হবে। আর প্রচারের অংশও তো মানুষই। সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক যে তিনটি লোকসভা কেন্দ্রে লড়ে, সেই এলাকায় আগে থেকেই জনসংযোগ শুরু করে দেওয়া যাবে। নেতাজির মতো ব‌্যক্তিত্বকে সামনে রেখে মানুষের কাছে যাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement