shono
Advertisement

মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে চার জঙ্গিকে নিকেশ করল সেনা

নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র, জিপিএস৷ The post মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে চার জঙ্গিকে নিকেশ করল সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:47 PM Jun 07, 2017Updated: 03:17 PM Jun 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি অনুপ্রবেশের ছক রুখে দিল ভারতীয় সেনা৷ বুধবার অন্তত চারজন জঙ্গিকে নিকেশ করল ভারতের সশস্ত্র সেনা৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কাছে মাচিল সেক্টরে সেনার গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছে ওই চার জঙ্গি৷ জঙ্গিদের লক্ষ্য ছিল, পবিত্র রমজান মাসে ভারতে ঢুকে নির্বিচারে হত্যালীলা চালানোর, অনুমান সেনাবাহিনীর৷ ৫৬ রাষ্ট্রীয় রাইফেলসের নেতৃত্বে এদিনের অভিযান চালানো হয়৷ আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, জানতে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ সেনার একটি সূত্র জানাচ্ছে, এদিনের অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭, একটি পিস্তল, তিনটি জিপিএস-সহ বেশ কিছু ম্যাপ৷

Advertisement

গত সোমবারও সিআরপিএফ ক্যাম্পে হামলা চালাতে এসে সেনার গুলিতে নিকেশ হয়েছে চার সশস্ত্র জঙ্গি৷ জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার সাম্বালে সেনা-জঙ্গিদের মধ্যে ভারী গুলির লড়াই চলে৷ ভোর ৩.৪৫ নাগাদ বান্দিপোরার সাম্বালে ৪৫ ব্যাটেলিয়ন সিআরপিএফ ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ওই ৪ পাক জঙ্গি৷ ক্যাম্পের নিরাপত্তা ভবন লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷ কিন্তু কেন্দ্রীয় সামরিক বাহিনীও সজাগ ছিল৷ তাঁরাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে৷ সেনার এক মুখপাত্র জানান, জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে এসেছিল৷ বিস্ফোরক ঠাসা জ্যাকেট পরে সেনা ক্যাম্পে ঢুকে নিজেদের উড়িয়ে দেওয়াই লক্ষ্য ছিল জঙ্গিদের৷ কিন্তু সেনার উপস্থিত বুদ্ধি ক্যাম্পের মূল প্রবেশপথের বাইরেই জঙ্গিদের আটকে রাখে৷ তাদের লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করতে থাকে সশস্ত্র বাহিনী৷ গুলিতে মারা পড়ে চার জঙ্গিই৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় চারটি এ কে ৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড-সহ অন্যান্য বিস্ফোরক৷

The post মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে চার জঙ্গিকে নিকেশ করল সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement