সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি অনুপ্রবেশের ছক রুখে দিল ভারতীয় সেনা৷ বুধবার অন্তত চারজন জঙ্গিকে নিকেশ করল ভারতের সশস্ত্র সেনা৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কাছে মাচিল সেক্টরে সেনার গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছে ওই চার জঙ্গি৷ জঙ্গিদের লক্ষ্য ছিল, পবিত্র রমজান মাসে ভারতে ঢুকে নির্বিচারে হত্যালীলা চালানোর, অনুমান সেনাবাহিনীর৷ ৫৬ রাষ্ট্রীয় রাইফেলসের নেতৃত্বে এদিনের অভিযান চালানো হয়৷ আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, জানতে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ সেনার একটি সূত্র জানাচ্ছে, এদিনের অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭, একটি পিস্তল, তিনটি জিপিএস-সহ বেশ কিছু ম্যাপ৷
গত সোমবারও সিআরপিএফ ক্যাম্পে হামলা চালাতে এসে সেনার গুলিতে নিকেশ হয়েছে চার সশস্ত্র জঙ্গি৷ জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার সাম্বালে সেনা-জঙ্গিদের মধ্যে ভারী গুলির লড়াই চলে৷ ভোর ৩.৪৫ নাগাদ বান্দিপোরার সাম্বালে ৪৫ ব্যাটেলিয়ন সিআরপিএফ ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ওই ৪ পাক জঙ্গি৷ ক্যাম্পের নিরাপত্তা ভবন লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷ কিন্তু কেন্দ্রীয় সামরিক বাহিনীও সজাগ ছিল৷ তাঁরাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে৷ সেনার এক মুখপাত্র জানান, জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে এসেছিল৷ বিস্ফোরক ঠাসা জ্যাকেট পরে সেনা ক্যাম্পে ঢুকে নিজেদের উড়িয়ে দেওয়াই লক্ষ্য ছিল জঙ্গিদের৷ কিন্তু সেনার উপস্থিত বুদ্ধি ক্যাম্পের মূল প্রবেশপথের বাইরেই জঙ্গিদের আটকে রাখে৷ তাদের লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করতে থাকে সশস্ত্র বাহিনী৷ গুলিতে মারা পড়ে চার জঙ্গিই৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় চারটি এ কে ৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড-সহ অন্যান্য বিস্ফোরক৷
The post মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে চার জঙ্গিকে নিকেশ করল সেনা appeared first on Sangbad Pratidin.