shono
Advertisement

দিঘার হোটেলে হেনস্তার শিকার, মুখ্যমন্ত্রীর শরণাপন্ন চার তরুণী

স্থানীয় থানায় অভিযোগ করেও মেলেনি ফল। The post দিঘার হোটেলে হেনস্তার শিকার, মুখ্যমন্ত্রীর শরণাপন্ন চার তরুণী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:05 PM May 01, 2019Updated: 02:07 PM May 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘায় গিয়ে চার বান্ধবী মিলে কিছুটা সময় কাটাবেন বলেই স্থির করেছিলেন৷ সেই অনুযায়ী কাজের ব্যস্ততা সামলে পাড়ি দিয়েছিলেন সৈকত শহরে৷ কিন্তু আনন্দ করতে গিয়ে যে এমন ঘটনা ঘটবে, তা ভুলেও ভাবেননি তিলোত্তমার চার তরুণী৷ ঘুরতে গিয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বীকার করতে হল তাই এখন তাড়া করে বেড়াচ্ছে তাঁদের৷

Advertisement

[ আরও পড়ুন: পূরণ হয়নি দাবি, দমদম জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনশনে রাজনৈতিক বন্দিরা]

সদ্য বছর কুড়ি পেরনো চার তরুণী৷ গত শুক্রবার সকালে দিঘায় পৌঁছান তাঁরা৷ সমুদ্রের খুব কাছে নিউ দিঘার একটি হোটেল ভাড়া নেন তরুণীরা৷ তাঁদের অভিযোগ, এসি ঘর বুক করা সত্ত্বেও তা খারাপ ছিল৷ হোটেলের বাথরুমে ঠিকমতো জল পাচ্ছিলেন না চার তরুণী৷ বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন তাঁরা৷ তবে তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ৷ এ সব সমস্যা যদিও বেড়াতে যাওয়ার আনন্দে কিছুটা ম্লান হয়ে গিয়েছিল৷ কিন্তু গন্ডগোল হল রাতে৷ তরুণীদের অভিযোগ, মধ্যরাতে আচমকাই কেউ তাঁদের ঘরের দরজা ধাক্কা দিতে থাকে৷ কে জানতে চাইলে কোনও উত্তর পাননি৷ ওই পর্যটকদের কথায়, ‘‘এত জোরে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছিল, যেন মনে হচ্ছিল ভেঙে যাবে৷ কিন্তু দরজা খোলার সাহস পায়নি৷ সারারাত জেগে বসেছিলাম চারজন৷’’

[ আরও পড়ুন: মমতার উচ্চারণ নিয়ে কটাক্ষ, সূর্যকান্তকে কড়া জবাব নেটিজেনদের]

ভোর হতে না হতেই হোটেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন তাঁরা৷ গতরাতের ঘটনা জানান চার তরুণী৷ সিসিটিভি ফুটেজও দেখতে চান তাঁরা৷ তবে সেকথা শুনে নাকি অগ্নিশর্মা হয়ে ওঠেন হোটেল ম্যানেজার৷ পালটা চার তরুণীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ৷ পর্যটকদের আরও অভিযোগ, কথা কাটাকাটি চলাকালীন এক তরুণীকে লাথিও মারা হয়৷ বাধ্য হয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন তরুণীরা৷ তবে সেখানেও বিশেষ লাভ হয়নি৷ তরুণীদের দাবি, ব্যবস্থা না নিয়ে শান্ত মাথায় তাঁদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা৷ বেড়ানোর পরিকল্পনা মাটি হয়েছে তা বুঝতে পেরে কলকাতায় ফিরে আসেন চার বান্ধবী৷ মঙ্গলবার কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা৷ নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন চার তরুণী৷

[ আরও পড়ুন: ১২ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ফণী’]

হোটেল মালিক আশিস প্রধান যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন৷ কেন তুচ্ছ একটি ঘটনাকে নিয়ে ওই মহিলারা বাড়াবাড়ি করছেন তা বুঝতে পারছেন না বলেই দাবি হোটেল মালিকের৷ দিঘা-শংকরপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘‘তরুণীদের অভিযোগ সত্যি হলে, তা পর্যটনের ক্ষেত্রে মোটেও ভাল নয়৷’’ বেড়াতে গিয়ে হেনস্তার শিকার হওয়া ওই মহিলারা মানসিকভাবে ভেঙে পড়েছেন৷ ইতিমধ্যেই চিকিৎসকেরও পরামর্শ নিয়েছেন তাঁরা৷

The post দিঘার হোটেলে হেনস্তার শিকার, মুখ্যমন্ত্রীর শরণাপন্ন চার তরুণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement