shono
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব পরিচয়ে প্রতারণা, কী হল ব্যক্তির?

ইসকনে গিয়ে সচিব পরিচয়ে নানা সুযোগ-সুবিধা নেয় অভিযুক্ত৷ The post মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব পরিচয়ে প্রতারণা, কী হল ব্যক্তির? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Jan 01, 2019Updated: 03:31 PM Jan 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ৷ ইসকন কর্তৃপক্ষ তাপস বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে শ্রীঘরে ঠাঁই অভিযুক্তের৷

Advertisement

[বছরের শুরুতেই শহরে খুন, এন্টালিতে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ]

মায়াপুরের ইসকন মন্দিরে সারা বছরই প্রায় বহু পর্যটক আসেন৷ সেরকমই ২০১৪ সালের ১৫ মার্চ এক ব্যক্তি ওই মন্দিরে বেড়াতে আসে৷ তার পরের বছর আবারও ইসকনে আসে সে৷ দিনটা ছিল ১২ ফেব্রুয়ারি৷ মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই পর্যটক জানায় তার নাম তাপস বন্দ্যোপাধ্যায়৷ নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সচিব বলে পরিচয় দেয় সে৷ শুধু তাই নয়, সে জানায়, খুব শীঘ্রই নদিয়ার জেলাশাসক হওয়ার কথা রয়েছে তার৷ মন্দির কর্তৃপক্ষ তা বিশ্বাস করে নেয়৷ মুখ্যমন্ত্রীর সচিব বলে পরিচয় দেওয়ায় মন্দির কর্তৃপক্ষ তাকে বেশ কিছু সুযোগ-সুবিধাও দেয়৷ পরিচয় বদল করে সরকারি আমলা হিসাবে সুযোগ সুবিধার পাশাপাশি সে আর্থিক প্রতারণা করে বলেও অভিযোগ৷

[অগ্নিকাণ্ডে পদক্ষেপ, দুই মোটরম্যানের মেট্রো চালানোয় নিষেধাজ্ঞা রেলের]

বেশ কিছু পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পর ফেরার হয়ে যায় তাপস৷ তাতেই সন্দেহ হয় ইসকন কর্তৃপক্ষের৷ তড়িঘড়ি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন তরুণ গৌরহরি দাস নামে ইসকন মন্দিরের এক সদস্য৷ গুরুত্ব বুঝে ঘটনার তদন্তের দায়িত্ব নেয় সিআইডি৷ তাঁর অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে সিআইডি অভিযুক্ত তাপস বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০, ৪০৬ ও ৪১৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ কেন মিথ্যে পরিচয় দিয়ে প্রতারণার জন্য ইসকন মন্দিরকে বেছে নিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

The post মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব পরিচয়ে প্রতারণা, কী হল ব্যক্তির? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement