অর্ণব আইচ: ফের লোন অ্যাপে বিপদ। ঋণ দেওয়ার পর এক গৃহবধূকে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল ঋণদাতাদের বিরুদ্ধে। হরিদেবপুর থানায় (Haridevpur PS) তিনি অভিযোগ দায়ের করেছেন এই মর্মে, তাঁর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেপালের (Nepal) কল সেন্টার জড়িত এই ঘটনায়।
পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে ওই মহিলাকে মেসেজ পাঠিয়ে সহজ কিস্তিতে ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি যোগাযোগ করলে তাঁকে একটি লিংকে ক্লিক করে লোন অ্যাপে যেতে বলা হয়। লোন অ্যাপের (Loan App) মাধ্যমে তাঁকে ৭০০০ টাকা ঋণ দেওয়া হয়। তিনি অল্পদিনের মধ্যেই একটি অ্যাকাউন্টে ৭০০০ টাকা জমা দিয়ে ঋণের টাকা ফেরৎ দেন। কিন্তু এরপর থেকে তাঁকে মেসেজ পাঠিয়ে আরও টাকা চাওয়া হয়। একই সঙ্গে তাঁর ছবি মর্ফ করে অশ্লীল ছবি বানানোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ওই ছবি আপলোড করে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তাঁর মোবাইলের কনট্যাক্ট লিস্টের তালিকাও তাঁকে পাঠানো হয়।
[আরও পড়ুন: লিভ-ইন এবং সমকামী সঙ্গীদেরও মিলবে পরিবারের স্বীকৃতি, মত দিল সুপ্রিম কোর্ট]
এতে ওই গৃহবধূ ভয় পেয়ে প্রথমে ১৪ হাজার টাকা দেন। কিন্তু তারপর তাঁর কাছ থেকে ক্রমে ২৫ হাজার ও ৪০ হাজার টাকা দাবি করা হয়। না দিলে ক্রমাগত দেওয়া হয় ব্ল্যাকমেলের (Blackmail) হুমকি। এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, সাধারণভাবে এই ধরনের জালিয়াতির পিছনে থাকে চিনের কিছু জালিয়াত। নেপালের কল সেন্টার থেকে চালানো হয় জালিয়াতি। এই ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।