shono
Advertisement

পুলিশের চোখে ধুলো! শৌচালয়ে যাওয়ার নামে শিয়ালদহ স্টেশন থেকে চম্পট দিল প্রতারক

সিসিটিভিতে নজর দিয়েও অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।
Posted: 05:25 PM Sep 14, 2023Updated: 05:49 PM Sep 14, 2023

সুব্রত বিশ্বাস: কোটি-কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত প্রতারক শিয়ালদহ স্টেশনে তেলেঙ্গানা পুলিশের খপ্পর থেকে চম্পট। শৌচালয়ে যাওয়ার নামে ভিড়ে মিশে যায় অভিযুক্ত। বুধবার রাতে এই ঘটনার পর পুলিশ সিসিটিভিতে নজর দিয়েও অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি।

Advertisement

মঙ্গলবার বিমানে কলকাতা আসে তেলেঙ্গানা কুকাটপল্লির সাইবার ক্রাইম বিভাগের একদল আধিকারিক। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে বিরাজ শিকদারকে দীর্ঘদিন ধরে খুঁজছিল তেলেঙ্গানা পুলিশ। শেষপর্যন্ত উত্তর ২৪ পরগনার হরিদাসপুর থেকে প্রতারক বিরাজ শিকদারকে গ্রেপ্তার করে। বুধবার বনগাঁ আদালতের নির্দেশে চারদিনের ট্রানজিট রিমাইন্ডে হেফাজতে নেয়। অভিযুক্তকে নিয়ে বুধবার রাতে তেলেঙ্গানা যাওয়ার জন্য শিয়ালদহ স্টেশনে আসে তারা। টিকিট কাটার সময় ধৃত বিরাজ শৌচালয়ে যাওয়ার কথা বলে।

[আরও পড়ুন: বিনাশকালে বুদ্ধিনাশ! CEC বিল নিয়ে বিরোধিতার ঝড় তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর]

পুলিশি পাহারা থাকা সত্ত্বেও সেখানে গিয়ে ভিড়ের মধ্যে গা-ঢাকা দেয় বিরাজ। হন্যে হয়ে খুঁজেও প্রতারণা অভিযুক্তকে ধরতে পারেনি তেলেঙ্গানার পুলিশ। গভীর রাতে শিয়ালদহ রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তেলেঙ্গানার পুলিশের দলটি। সন্ধানে নেমেও অভিযুক্তকে ধরতে পারেনি জিআরপি।

[আরও পড়ুন: লক্ষ্য ফুটবলের উন্নতি, মাদ্রিদে লা-লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বাংলার ‘দাদা’ ও ‘দিদি’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement