সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত লড়াই ফরাসি ওপেনের (French Open 2021) ফাইনালে। একদিকে বিশ্বের এক নম্বর টেনিস তারকা। অন্যদিকে, প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা স্টেফানোস সিসিপাস। জকোভিচকে ফেভারিট ধরা হলেও, রবিবার ম্যাচে সবাইকে কার্যত চমকে দিলেন গ্রিক টেনিস খেলোয়াড়টি। যদিও শেষপর্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে নিজের দ্বিতীয় ফরাসি ওপেন ট্রফিটি পকেটে পুরলেন নোভাক জকোভিচই (Novak Djokovic)। খেলার ফল তাঁর পক্ষে ৬-৭(৬-৮), ২-৬ , ৬-৩, ৬-২, ৬-৪। এই নিয়ে নিজের ১৯তম গ্র্যান্ড স্লামটি জিতলেন জোকার।
এদিন ম্যাচের রাশ শুরু থেকে নিজের কাছে রেখেছিলেন গ্রিক টেনিস তারকা স্টেফানোস সিসিপাস। একবারের জন্যও বুঝতে দেননি ক্লে কোর্ট সম্রাট রাফায়েল নাদালকে (Rafael Nadal) হারিয়ে মাঠে নেমেছেন তাঁর বিপক্ষ নোভাক জকোভিচ। উলটে পরপর দুটি সেট জিতে রীতিমতো চাপে ফেলে দিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। প্রথম সেটটি সিসিপাস জেতেন ট্রাইবেকারে ৭-৬ (৮-৬) গেমে। এরপর দ্বিতীয় সেটে আরও আক্রমণাত্মক ফর্ম দেখান তিনি। ওই সেটটি জিতে নেন ৬-২ ফলে।
[আরও পড়ুন: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর]
সবাই যখন ধরে নিয়েছে, নাদালকে হারিয়ে ফাইনালে উঠলেও অঘটন ঘটতে চলেছে। প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা স্টেফানোস সিসিপাসই শেষ হাসি হাসবেন, তখনই জ্বলে উঠলেন ‘জোকার’। সিসিপাসের সার্ভিস ব্রেক করে তৃতীয় সেটটি জেতেন ৬-৩ গেমে। একইভাবে চতুর্থ সেটটি জিতে নেন ৬-৩ গেমে। এরপর পঞ্চম তথা শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকে ফিলিপ সাঁতেয়ের কোর্ট। এই সেটে কেউ যেন কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি হননি। শেষপর্যন্ত অবশ্য জকোভিচই ৬-৪ গেমে সেট এবং ম্যাচ পকেটে পুরে নেন।
তবে এই ফলে কখনওই সিসিপাসের লড়াইকে খাটো করা যাবে না। কারণ উলটোদিকে ১৮বার গ্র্যান্ড স্লাম জয়ী খেলোয়াড় থাকলেও অকুতোভয় টেনিস খেলেছেন এই গ্রিক খেলোয়াড়টি। যদিও শেষপর্যন্ত জোকারের অভিজ্ঞতার কাছেই হারতে হল তাঁকে। আসলে বড় খেলোয়াড়রা বড় মঞ্চে যখনই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখনই জ্বলে ওঠেন। এদিন আবারও সেটা প্রমাণ করে দিলেন জোকার। না হলে ২ সেটে পিছিয়ে থেকেও যেভাবে কামব্যাক করে ম্যাচ পকেটে পুরলেন তা এককথায় প্রশংসনীয়। এর আগে সেমিফাইনালে আবার ক্লে-কোর্টের সম্রাট রাফায়েল নাদালকে হারিয়ে ছিলেন জোকার। রুদ্ধশ্বাস ওই ম্যাচ ওই ম্যাচটিও চলেছিল পাঁচ সেট পর্যন্ত। যা জকোভিচ জেতেন ৩-৬, ৬-৩, ৭-৬ (৪), ৬-২ ফলে।